সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বরিশালে রিকশাচালকদের উপর চলমান লকডাউনে নির্বিচারে পুলিশের হামলা। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল (২১ এপ্রিল ২০২১) 'AndolonNews' নামের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশনে বলা হয়, গতকাল ২১ এপ্রিল লকডাউন মানতে বাধ্য করতে বরিশালে রিকশাচালকদের উপর পুলিশের হামলা হয়। দেখুন সেই পোস্টের একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটিতে পুলিশের হামলা করার অংশটি পুরোনো। ভিডিওটির ১ মিনিট ৪২ সেকেন্ডে দেখা যাচ্ছে, বেশ কিছু পুলিশ সাধারণ জনতার উপর লাঠি চার্জ করছে। ভিডিওটির একটি অংশে সাবেক মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তীকে দেখা যাচ্ছে।
কিন্তু সার্চ করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 'গতকাল বরিশালে মিছিলের উপর পুলিশের লাঠিচার্জ।। (১৯.০৪.১৮)' শিরোনামে একই ভিডিও ২০১৮ সালের ২০ এপ্রিল একাধিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এমন একটি ভিডিও দেখুন
আরেকটি ভিডিও দেখুন--
এছাড়া ফেসবুকেও 'Channel One Bangladesh' নামক পেইজে একই ভিডিও ২০১৮ সালের ২০ এপ্রিল আপলোড করা হয়েছে।
মূলত ২০১৮ সালের ১৯ এপ্রিল বরিশালে ব্যাটারি-চালিত অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে বাদানুবাদ হলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। পরবর্তীতে সেখান থেকে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীসহ ৬ জনকে আটক করে পুলিশ। তাছাড়া প্রায় বিশের অধিক ব্যক্তি সেখানে আহত হয়। দেখুন এ সংক্রান্ত বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনের স্ক্রিনশট-
এছাড়া যুগান্তরের একটি প্রতিবেদন দেখুন এই লিংকে।
অর্থাৎ ২০১৮ সালের এপ্রিলে বরিশালের রিকশাচালকদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিওকে গতকালকের (২১ এপ্রিল) ঘটনা বলে দাবি করা বিভ্রান্তিকর।