ফেসবুকে একাধিক পোস্টে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, কুয়েত ফরাসি পণ্য ডাস্টবিনে ফেলে দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
'কেনে চলর By-FarHan' নামক একটি পেইজ থেকে ৩ নভেম্বর, ২০২০ এ একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায়, কিছু পণ্য ডাস্টবিনে ফেলে দেয়া হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়,
"Kuwait Put All France Products In Garbage👌 #we_love_mohammad_ﷺ_challenge"।
যার বাংলা অর্থ, কুয়েত সব ফরাসি পণ্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে।
অর্থাৎ বলা হচ্ছে, সাম্প্রতিক ফরাসি পণ্য বয়কটের সমর্থনে কুয়েতে এই পণ্যগুলো ফেলে দেয়া হচ্ছে। দেখুন--
ফ্যাক্ট চেক:
কিন্তু বুমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং কুয়েতেরও নয়। উক্ত ভিডিওটিতে রিভার্স ইমেজ সার্চিং করে একটি ফ্যাক্টচেকিং সাইট 'নোরিউমার্স ডটনেট' এ ২০২০ সালের মে মাসে এ ভিডিও সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ভিডিওটির একটি ছবি পাওয়া যায়। সেখানে দাবি করা হয়, ভিডিওটিতে মূলত সৌদি আরবে মেয়াদোত্তীর্ন পনির নষ্ট করতে দেখা যাচ্ছে যা নিশ্চিত করেছে সে দেশের বানিজ্য মন্ত্রনালয়।
এছাড়া গালফনিউজ-এর মে মাসের এ সংক্রান্ত আরেকটি খবরে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়। উক্ত খবরে দাবি করা হয়, সৌদি আরবের বানিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র জানান, তারা আল আহসা অঞ্চল থেকে ১৬২৮টি নষ্ট পনির জব্দ করে তা নষ্ট করে দেয়।
অর্থাৎ ভিডিওটি সৌদি আরবের আল-আহসা অঞ্চলের এবং ভিডিওটি এ বছরের মে-মাসে ধারণকৃত।
তাই উক্ত ভিডিওটিকে কুয়েতে ফরাসি পণ্য বর্জনের ভিডিও বলে দাবি করা ভুয়া ও বিভ্রান্তিকর।