HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি কার্টুনিস্ট লার্স ভিকস নিহত হওয়ার দুর্ঘটনার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৪ সালে রাশিয়ার একটি সড়ক দুর্ঘটনার, সুইডিশ এই কার্টুনিস্টের মৃত্যুর সাথে এর সম্পর্ক নেই।

By - Md Abdullah Khan | 9 Oct 2021 11:37 PM IST

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে এটি মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস-এর মৃত্যুর দৃশ্য। ভিডিওটিতে সড়কের পাশে একটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৫ অক্টোবর 'বাঁচতে হলে জানতে হবে' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়,"মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট "লার্স ভিকস" আগুনে পুড়ে মরে যাওয়ার করুণ দৃশ্য। আল্লাহ ছাড় দেন কিন্ত ছেড়ে দেন না।" অর্থাৎ, দাবি করা হচ্ছে সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস-এর আগুনে পুড়ে যাবার ভিডিওটি এটি।

পোস্টটি দেখুন এখানে

 ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকসের মৃত্যু বলে করা দাবিটি সঠিক নয়৷ মূলত এটি ২০১৪ সালে রাশিয়ার উডমুর্টিয়া (Udmurtia)-এ ঘটা একটি সড়ক দুর্ঘটনার ভিডিও৷

ইনভিড টুল দ্বারা ভিডিওটির কি-ফ্রেম নিয়ে সার্চ করার পর, ২০১৪ সাল থেকে একাধিক উৎসে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে৷ তন্মধ্যে, রাশিয়ান ইউটিউব চ্যানেলে ভিডিওটির একটি লম্বা ভার্সন খুঁজে পাওয়া গেছে, যা ২০১৪ সালের ১৮ অক্টোবর পোস্ট করা হয়। ১১ মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের উক্ত ভিডিওটির ডিসক্রিপশনের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ থেকে জানা যায় ঘটনাটি উক্ত বছর ২১ সেপ্টেম্বর ঘটা একটি সড়ক দুর্ঘটনার। দেখুন--

Full View

এর সূত্রধরে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর, একাধিক রাশিয়ান সংবাদমাধ্যমে এই ঘটনা সংক্রান্ত খবর খুজে পাওয়া গেছে। তন্মধ্যে, Fontanka.ru নামের একটি রুশভাষী ওয়েবসাইটে শিরোনামে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর "Водитель сгорел заживо после ДТП с 9 машинами в Удмуртии" শিরোনামে আলোচ্য খবরটি প্রকাশিত হতে দেখা যায়, যার স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ "The driver burned down alive after an accident with 9 cars in Udmurtia"। খবরটিতে বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরে মধ্য রাশিয়া প্রজাতন্ত্র ওডমুর্টের Izhevsk-Mozhga মহাসড়কে নয়টি গাড়ির সংঘর্ষের ঘটনা এটি৷ ওই দুর্ঘটনায় গাড়িতে আগুন লেগে একজন চালকের মৃত্যুর কথাও উল্লেখ করা হয় ওই খবরে৷ স্ক্রিনশট দেখুন-

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ সুইডিশ কার্টুনিস্ট-এর মৃত্যুর সাথে ভাইরাল পোস্টের ভিডিওটিতে দৃশ্যমান দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই৷

প্রসঙ্গগত, গত ৩ অক্টোবর মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস, পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করার সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষে হয়, যাতে দু'জন পুলিশ কর্মকর্তাসহ ভিকস নিহত হন। উক্ত ঘটনায় আহত হন ট্রাকটির ড্রাইভার। এ সংক্রান্ত খবর দেখুন এখানে

প্রতিবেদনটি পড়ুন এখানে

সুতরাং ২০১৪ সালে ঘটা রাশিয়ার একটি সড়ক দুর্ঘটনার ভিডিও বিভ্রান্তিকরভাবে কার্টুনিস্ট লার্স ভিকস নিহতের ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা ভিত্তিহীন৷

Tags:

Related Stories