সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে এলিট ফোর্স র্যাবের দুজন সদস্যের একজন বাইনোকুলার হাতে এবং অন্যজন বন্দুক হাতে নিশানা করার একটি ছবি পোস্ট করে ছবিটি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর সময়ে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
এক ঘন্টা আগে (৩০ জুলাই) 'MD Omar Faruyk' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "টার্গেট করে শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে মার্কিন স্যাংশনপ্রাপ্ত র্যাব। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আইন-শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগের তথ্য প্রমাণ হাতে পেয়েছে জাতিসংঘ:"। পোস্টটিতে দুজন র্যাব সদস্যকে দেখতে পাওয়া যায়। তাদের একজনকে বাইনোকুলার হাতে দূরে দেখার চেষ্টা করতে দেখা যায় এবং অন্যজনকে বন্ধুক হাতে নিশালা করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিতে দেখানো র্যাব সদসস্যদের এই ছবিটির সাথে সাম্প্রতিক কোটা আন্দোলনের সম্পৃক্ততা নেই বরং ছবিটি ২০১৯ সাল থেকে অনলাইনে বিদ্যমান রয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Defense Technology of Bangladesh-DTB' নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ জুন করা একটি পোস্টে হুবহু আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, "RAB snipers with Type-85/Dragonov sniper rifle"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ র্যাব সদস্যদের আলোচ্য ছবিটি ২০১৯ সাল থেকে অনলাইনে বিদ্যমান, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে ছবিটি কোথা থেকে তোলা হয়েছে এবং কখন তোলা হয়েছে--এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি বুম বাংলাদেশ।
উল্লেখ্য সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ ও গুলি করার অভিযোগ উঠে। নিহতদের অধিকাংশই গুলিতে নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। অসংখ্য আহত ব্যক্তিরাও গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
সুতরাং বন্দুক হাতে র্যাব সদস্যদের পুরোনো ছবিকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।