ফেসবুকে একটি শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আজকে হেফাজতে ইসলামের আহবানে পালিত হরতালের ছবি এটি। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
আজ (২৮ মার্চ, ২০২১) M R Karim Reza নামের ফেসবুক আইডি থেকে দুটি ছবি পোস্ট করা হয় যার প্রথমটিতে সাদা রঙের পোষাকে ক্রন্দনরত শিশুসহ এক আনসার সদস্যকে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, 'হরতালের মতো সহিংস রাজনৈতিক কর্মসূচিতে এসব অবুঝ নাবালক শিশুকে ব্যবহার করা হচ্ছে কেন? শাপলা চত্বরেও একই পন্থা অবলম্বন করা হয়েছিল!'
দেখুন পোস্টটির স্ক্রিনশট--
এরকম আরও পোস্ট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি আজকে হেফাজত কর্তৃক আয়োজিত হরতালের নয়।
গুগল রিভার্স ইমেজ সার্চ করে শিশুসহ আনসার সদস্যের সেই ছবিটি 'আমাদের সময়' পত্রিকার ২০১৮ সালে প্রকাশিত একটি খবরে পাওয়া গেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বরের সেই প্রতিবেদনটির শিরোনাম ছিল, 'তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে কওমি শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ'। দেখুন স্ক্রিনশট--
একই ছবির আরেকটি ভার্সন দেখা যাচ্ছে যুগান্তর পত্রিকার একটি খবরে। ২০১৮ সালের ৫ ডিসেম্বরে প্রকাশিত সেই খবরেও দাবি করা হয়, টঙ্গী এজতেমা মাঠে দু-গ্রুপের সংঘর্ষের ছবি এটি। ছবিটিতে একই সাদা পাঞ্জাবি পরিহিত শিশুটিকে দেখা যাচ্ছে। দেখুন যুগান্তরে প্রকাশিত ছবিটির স্ক্রিনশট--
অর্থাৎ, একাধিক পোস্টে ২০১৮ সালের ছবিকে আজকের হেফাজত-আহুত হরতালের ছবি বলে প্রচার করা বিভ্রান্তিকর।