সম্প্রতি ফেসবুকে কিছু ছবি দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে ছাত্রছাত্রীরা করোনাকালে এসএসসি পরীক্ষা বাতিল অথবা অটো-প্রমোশনের দাবিতে বিক্ষোভ করছে। দেখুন তেমন কিছু পোস্ট এখানে, এখানে, ও এখানে। আর্কাইভ দেখুন এখানে।
এরকম একটি পোস্টের ছবিতে দেখা যায় শিক্ষার্থীরা করোনার এই মহামারীর সময়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি বা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্যে রাস্তায় নেমে বিক্ষোভ করছে যা স্বাভাবিকভাবে দেখলে ছবিটিকে সময় টিভির একটি স্ক্রীনশট বলে মনে হবে।
ফ্যাক্ট চেক:
বুমের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ছবিটি ২০১৮ সালের বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের। এটি তুলেছেন মোহাম্মদ পনির হোসাইন। দেখুন এখানে। তাছাড়া সময় টিভির ইউটিউব চ্যানেলে তাদের সব খবরের ভিডিও ক্লিপ থাকলেও ফেসবুকে ছড়ানো পোস্টের অনুরূপ কোন সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।
ফলে বোঝাই যাচ্ছে ছাত্রছাত্রীদের অটো-প্রমোশনের দাবিতে করা বিক্ষোভের উক্ত ছবিটি পুরানো।