ফেসবুকে একটি পোস্টে দাবি করা হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান চলমান "বয়কট ফ্রেঞ্চ প্রডাক্টস" সমর্থনের ডাক দিলেও তিনি আর তার স্ত্রী ফ্রেঞ্চ পণ্য বর্জন করছেন না। দেখুন এখানে। আর্কাইভ লিংক দেখুন এখানে।
মূলত গত ৩০ অক্টোবর "রাজনীতি" নামের একটি পেইজ থেকে দুটি ছবিসহ একটি পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা--
"তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ান চলমান "বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্টস" কর্মসূচির ডাক দিয়েছেন, এদিকে তাঁর স্ত্রী ৫০ হাজার ইউএস ডলার মূল্যের ফ্রেঞ্চ প্রোডাক্ট Hermes হ্যান্ডব্যাগ এবং টার্কিশ এয়ারলাইন্সের ৪০ টি A330-300 সহ সর্বমোট ১৭৪ টি ফ্রেঞ্চ এয়ারবাস উড়োজাহাজ কোনকিছুই ত্যাগ করেননি। কত বড় ভন্ড এই এরদোয়ান!"
পোস্টটির প্রথম অংশে দাবি করা হচ্ছে, এরদোয়ান ফ্রেঞ্চ পণ্য বয়কটের ডাক দিলেও তার স্ত্রী এখনো Hermes হ্যান্ডব্যাগ অর্থাৎ ফ্রেঞ্চ পণ্য বর্জন করছেন না। উক্ত দাবির পক্ষে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোয়ান শুভেচ্ছামূলক হাত নাড়ছেন এবং তার হাতের হ্যাণ্ডব্যাগটিকে আলাদা দাগে চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও ৩১ অক্টোবর(পরের দিন) উক্ত পোস্টের কমেন্টে একটি প্রশ্নের প্রেক্ষিতে পেইজ এর এডমিন দাবি করেছেন, ছবিটি গতকালের; অর্থাৎ ৩০ তারিখের। স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
কিন্তু বুমের অনুসন্ধানে দেখা গেছে, প্রেসিডেন্ট এরদোয়ান এবং এমিনে এরদোয়ানের ছবিটি ৩০ অক্টোবরের তো নয়ই, সাম্প্রতিক সময়ের নয়। মূলত, ২০১৯ সালের জুলাই মাসে জি-২০ দিতে জাপানে পৌছার পর ছবিটি তোলা হয়। তখনই প্রথম এমিনে এরদোয়ানের হাতব্যাগটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা এবং পরে সংবাদমাধ্যমে খবর পরিবেশিত হয়েছে। এমন দুটি খবরের লিংক দেখুন এখানে ও এখানে।
তবে সেই পোস্টের বাকি অংশ আমরা আলাদা করে যাচাই করিনি।
সুতরাং, পুরানো ছবিকে গত ৩০ অক্টোবরের দাবি করে এরদোয়ান ফরাসি পণ্য বয়কট না করার পোস্টটি ভুয়া এবং বিভ্রান্তিকর।