ফেসবুকে ছবিসহ একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়েছে যেখানে একটি চাঁদের ছবি দেখা যাচ্ছে। বলা হচ্ছে, এটি তিব্বতের কৈলাশ মানসরোবর সীমান্তে তোলা ছবি।
এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
একটি পোস্টে লেখা হয়েছে--
"চাঁদের এই ছবিটি সকাল সাড়ে তিনটায় কৈলাশ মানসরোভার (তিব্বত-চীন) সীমান্তে 18 হাজার ছয়শত ফুট উচ্চতা থেকে তোলা হয়েছে। প্রকৃতি নিজের মধ্যে তাই আশ্চর্যজনক।"
তবে রিভার্স ইমেজ সার্চ- এ দেখা গেছে, এ ছবিটি কৈলাশ মানসরোবরের ছবি এমন বা সাম্প্রতিক এটি তোলা এমন কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে ইন্টারনেটে পাওয়া যায়নি।
বরং একই ছবিকে আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের ছবি হিসেবে দাবি করে সামাজিক মাধ্যমে বা ব্লগে পোস্ট করা হয়েছে।
যেমন ফেসবুকে 'Kiwi Report' নামক একটি পেইজে দেখা যাচ্ছে, ছবিটি ৮ অক্টোবর ২০১৯ এ পোস্ট করা। তাতে ক্যাপশন লেখাঃ "Full Moon in Norway ".
অর্থাৎ এই ছবিটি গত বছরে নরওয়ের ছবি বলে দাবি করা হচ্ছে উক্ত পোস্টে। দেখুন এখানে।
সামাজিক মাধ্যম ওয়েবসাইট রেডিট-এও একই ছবিকে নরওয়ের বলে দাবি করে পোস্ট করা হয়েছে ৩ মাস আগে। দেখুন এখানে।
এভাবে বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে ছবিটির অস্তিত্ব বিভিন্ন তথ্য সহকারে রয়েছে। তবে মূল ছবিটি কবে কোথায় তোলা হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে এই ছবিকে যথাযথ সূত্র এবং প্রমাণ ছাড়া 'তিব্বতের মানসরোবরের ছবি' বলে দাবি করা বিভ্রান্তিকর।