গতকাল পালিত হওয়া হেফাজতে ইসলামের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি'র সমর্থনে বিভিন্ন ফেসবুক পোস্টে একটি ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকালকের কর্মসূচির। দেখুন এখানে, এখানে এবং এখানে। এছাড়া কিছু আর্কাইভ ভার্সন দেখুন এখানে ও এখানে।
গতকাল 'নেতা' নামক একটি পেইজ থেকে চারটি ছবিসহ একটি পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল--
"আলহামদুলিল্লাহ! এটা আজকের ফ্রান্স দুতাবাস ঘেরাও করার দৃশ্য। লাখো লাখো তাওহিদী জনতার আগমন হয়েছে। মোহাম্মাদ (সা.) তো তিনিইযিনি পৃথিবীর সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠতম নবী। যাঁকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশী ভালোবাসি, I love my prophet Muhammad (SAW) more than my life"
অর্থাৎ উক্ত চারটি ছবিকে গতকালকের ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচির ছবি বলে দাবি করা হচ্ছে। তার মধ্যে প্রথম ছবিটি ছিল এটি--
ফ্যাক্ট চেক:
কিন্তু গুগল রিভার্স ইমেজ সার্চিং করে দেখা গেছে, প্রথম ছবিটি গতকালকের কর্মসূচির নয়। বরং আসল ছবিটি ২০১৩ সালের। উক্ত ছবিটির আরেকটি ভার্সন দেখুন একটি ব্লগসাইটে যা ৭ই এপ্রিল ২০১৩ তে আপলোড করা হয়। এছাড়া ছবিটির সামনে থাকা ব্যানারে লেখা আছে, "৬ই এপ্রিল, লংমার্চ সফল হোক"।
এ সংক্রান্ত বিডিনিউজ২৪ এর একটি খবরে ছবিটির আরেকটি ভার্সন পাওয়া যায় যা ২০১৩ সালের ৬ এপ্রিল প্রকাশিত হয়। দেখুন--
অর্থাৎ এই ছবিটি আসলে ১৩ সালের ছবি, ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচির ছবি নয়। তাই উক্ত পুরানো ছবিকে নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।