সামাজিক মাধ্যমে একজন আহত ব্যক্তির ছবি দিয়ে দাবি করা হচ্ছে, লকডাউনে গাড়ি নিয়ে বের হওয়ায় পুলিশ তাকে পিটিয়ে আহত করেছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ এপ্রিল একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করা হয় যেখানে একজন ব্যক্তির পিঠে প্রহারের বেশ কিছু চিহ্ন দেখা যায়। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়, লকডাউনে অভুক্ত থাকায় রিকশা নিয়ে বের হওয়ায় পুলিশ তাকে পিটিয়ে আহত করেছে। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি চলমান লকডাউনের কোনো ঘটনার ছবি নয়। রিভার্স ইমেজ সার্চিং অপশন ব্যবহার করে ছবিটি ২০১৭ সালে বেশ কিছু ফেসবুক পেইজ ও ব্যক্তিগত প্রোফাইলে পাওয়া গেছে।
২০১৭ সালের ১৩ ডিসেম্বর 'ইসলাম O Muslim' নামক পেইজ থেকে এই ছবিটিসহ একই ঘটনার বেশ কিছু ছবি পোস্ট করা হয়। উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, আনসার পুলিশ ঢাকা শান্তিনগর মোড়ে একজন রিকশা চালককে মেরে এভাবে আহত করেছে। দেখুন--
আজ দুপুর ১.১৫ মিনিটে আনসার পুলিশ ঢাকা শান্তিনগর মোড়ে,একজন গরিব সাধারন রিস্কা চালক-কে মেরে প্রমান করে দিয়েছে যে।গরিবের...
Posted by ইসলাম O Muslim on Wednesday, 13 December 2017
এছাড়া একই বছরের ১৪ ডিসেম্বরে কিছু ফেসবুক প্রোফাইলেও ছবিটি একইরকম বর্ণনাসহ পোস্ট করা হয়। দেখুন এরকম একটি পোস্ট--
আজ দুপুর ১.১৫ মিনিটে আনসার পুলিশ ঢাকা শান্তিনগর মোড়ে একজন গরিব সাধারন রিক্সা চালক-কে মেরে প্রমান করে দিয়েছে যে গরিবের...
Posted by Mohammad Moniruzzaman on Wednesday, 13 December 2017
যদিও ছবিটির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে ছবিটি ২০১৭ সাল কিংবা তার চেয়ে পুরোনো কোনো ঘটনার, সেটি প্রতীয়মান হচ্ছে।
সুতরাং ২০১৭ সালের ছবিকে চলমান লকডাউনের ছবি বলে দাবি করা বিভ্রান্তিকর।