ফেসবুকে ছবিসহ একটি দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে, তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ৬ জানুয়ারি প্রাণের বাংলাদেশ নামের গ্রুপে একটি ছবি পোস্ট করা হয় যেখানে ক্রিকেটার সাকিব দম্পতির কোলে একটি শিশুর ছবি দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে লেখা, "তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান"। অর্থাৎ, তৃতীয়বারের মত সন্তান জন্ম দিয়েছেন সাকিব-দম্পতি। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ পোস্টের সাথে যুক্ত ছবিটি যাচাই করতে যেয়ে দেখে, ছবিটি পুরানো। এই ছবিটি মূলত ২০২০ সালের মে মাসের প্রকাশিত হয়েছে, যখন সাকিবের স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হন। ইংরেজি পত্রিকা দ্য অবজারভার এর একটি খবরে আরো জানা যায়, সাকিবের স্ত্রী আমেরিকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। দেখুন সেই খবরের স্ক্রিনশট--
তাছাড়া গত ১ জানুয়ারি সাকিবের স্ত্রীর তৃতীয়বার সন্তানসম্ভবা হবার খবর জানা যায়। সাকিব আল হাসানের ব্যক্তিগত ভেরিফাইড পেইজ থেকে ছবিসহ এমন একটি পোস্ট দেখা গেছে। দেখুন সেই ফেসবুক পোস্ট--
অর্থাৎ গত বছরের ছবি দিয়ে ফেসবুকে সাকিবের তৃতীয়বার পিতা হবার ভিত্তিহীন দাবি করা হচ্ছে ।