HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ঘটনার ছবি দিয়ে নারায়ণগঞ্জের লঞ্চডুবির খবর প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে নেত্রকোনার নৌকা ডুবির দুটি পুরোনো ছবিসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।

By - Minhaj Aman | 22 March 2022 10:15 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এগুলো সাম্প্রতিক নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ছবি। দেখুন এমন কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২০ মার্চ 'আহমেদ সালেহ রুমেল নিউইয়র্ক' নামের ফেসবুক পেজ থেকে একাধিক ছবিসহ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, 'নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের এমভি রূপসী-৯ কার্গো ধাক্কায় ট্রলার ডুবে ২০ জন মাদ্রাসার ছাত্র শিক্ষক নিহত আল্লাহ তাদের শহীদি মর্যাদা দান করুন আমিন'। দাবিটির সাথে একাধিক ছবিও পোস্ট করা হয়েছে। দেখুন পোস্টের স্ক্রিনশট--


ছবিগুলো আলাদাভাবে দেখুন–


আরেকটি পোস্ট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টটিতে বিভ্রান্তিকর তথ্যসহ একাধিক পুরোনো ছবি যুক্ত করা হয়েছে। গুগল রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে এই পোস্টের একাধিক ছবি পুরোনো ঘটনার বলে নিশ্চিত হওয়া গেছে। পোস্টের প্রথম ছবিটি খোঁজ করে 'দ্য বিজনেস স্টান্ডার্ড' এর ২০২০ সালের আগস্ট মাসে একটি খবরের সাথে পাওয়া গেছে। '17 dead, 1 missing as trawler sinks in Netrokona haor' শিরোনামের সেই খবরটিতে বলা হয়, নেত্রকোনায় ঘুরতে এসে রাজালীকান্দা হাওরে ট্রলার ডুবে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আরো বলা হয়েছে তারা সবাই ময়মনসিংহের একটি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক। দেখুন সেই ছবিটি--


এছাড়া ২০২০ সালে ছবিসহ একই খবর প্রকাশ করে দৈনিক ইনকিলাব। দেখুন--


সেখানে আরো বলা হয়, ময়মনসিংহ জেলার মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ৪৮ জন ছাত্র-শিক্ষক সেদিন সকালে নেত্রকোনা উচিতপুর হাওর এলাকায় আনন্দ ভ্রমণে আসে। দৈনিক ইনকিলাবের খবরটি পড়ুন এখানে। 

সুতরাং, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২০ সালে নেত্রকোনায় নৌকা ডুবির ঘটনার।

একই পোস্টে আরেকটি ছবি দেখা যাচ্ছে যেটি মূলত উপরের ছবিটির অন্য এঙ্গেল থেকে নেয়া ভিন্ন ভার্সন। দুটি ছবিতেই নৌকায় রাখা লাশগুলোর পোশাকে মিল দেখা যাচ্ছে। এছাড়া পাশে দাঁড়ানো ব্যক্তির সবুজ ব্যাগটিও দুই ছবিতে দেখা যাচ্ছে। দেখুন–


ভিন্ন এঙ্গেলের এই ছবিটি কোনো গণমাধ্যমে না পাওয়া গেলেও ২০২০ সালে একাধিক ফেসবুক পোস্টে ছবিটি বর্ণনাসহ পাওয়া গেছে। দেখুন--


পোস্টটি দেখুন এখানে। 

উল্লেখ্য, আলোচ্য পোস্টটিতে ২০ জন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবরের কথা বলা হলেও সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৮ জন। এ সংক্রান্ত বিডিনিউজ২৪ ডটকম এবং দেশ রূপান্তরের দুটি খবরের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

অর্থাৎ নৌকা ডুবির পুরোনো ছবি দিয়ে বিভ্রান্তিকর তথ্যসহ নারায়গঞ্জের সাম্প্রতিক লঞ্চডুবির খবর পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories