HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শামীম ওসমানের এই ছবিটি আজকের নির্বাচনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালের নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদ শামীম ওসমানের ভোট দেয়ার ছবি এটি।

By - Minhaj Aman | 16 Jan 2022 4:52 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে নৌকা মার্কায় সিল দেয়া একটি ব্যালট হাতে নারায়নগঞ্জের বহুল আলোচিত সংসদ সংদস্য শামীম ওসমানের একটি ছবি দেখা যাচ্ছে। দেখুন এমন কয়েকটি পোস্টের লিংক এখানে, এখানে, এবং এখানে

আজ (১৬ জানুয়ারি) 'বাংলাদেশী কলম সৈনিক' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে নৌকা মার্কায় সিল দেয়া ব্যালট হাতে দেখা যাচ্ছে। উল্লেখ্য আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন চলছে। উক্ত নির্বাচনে নৌকা মার্কা নিয়ে লড়ছেন সদ্য বিদায়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন এডভোকেট তৈমুর আলম খন্দকার। ফলে সংসদ সদস্য শামীম ওসমানের ব্যালট পেপার হাতে দাঁড়ানোর ছবিটি আজ পোস্ট করায় স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, ছবিটি আজকের নির্বাচনের। দেখুন সেই ছবিসহ পোস্টটি--


আরো একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--


আরেকটি এরকম পোস্ট করা হয় 'Sabbir Ahmed Subir' নামের একটি ব্যক্তিগত আইডি থেকে। দেখুন সেই পোস্টটি এখানে--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ব্যালট পেপার হাতে সাংসদ শামীম ওসমানের এই ছবিটি পুরোনো। ২০১৬ সালে এই ছবিটি মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। 'NCC polls in pictures' শিরোনামে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একাধিক ছবির সাথে আলোচ্য ছবিটি পাওয়া গেছে। এই ছবিগুলো প্রকাশিত হয় ২০১৬ সালের ২২ ডিসেম্বর। ছবিটি তুলেছেন ঢাকা ট্রিবিউনের ফটোগ্রাফার মাহমুদ হোসাইন অপু। দেখুন--


এছাড়া পরবর্তীতে ঢাকা ট্রিবিউনের আরেকটি প্রতিবেদনের সাথেও এই একই ছবি পাওয়া যায়। Is Shamim Osman behind Hefazat's case against Rafiur Rabbi?' শিরোনামে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের ২০ এপ্রিল। দেখুন--


২০১৬ সালের ২৩ ডিসেম্বর দৈনিক প্রথম আলো অনলাইনেও শামীম ওসমানের ব্যালট হাতে ছবিটি পাওয়া গেছে। সেই খবরটির শিরোনাম ছিল, 'প্রকাশ্যে সিল মেরে ব্যালট দেখালেন শামীম ওসমান'। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই খবরটিতে বলা হয়, "পর্দাঘেরা গোপন কক্ষে না গিয়ে বুথে প্রকাশ্যে দাঁড়িয়ে সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার উপস্থিত সাংবাদিকদের দেখালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। গতকাল (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ বার একাডেমি (স্কুল) কেন্দ্রে এভাবেই ভোট দেন তিনি"। দেখুন--


উল্লেখ্য ছবিটিতে তাঁকে ব্যালট হাতে দেখা গেলেও এবারের অর্থাৎ ২০২২ সালের নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটদান চলছে ইভিএম পদ্ধতিতে। এছাড়া ব্যালটে নৌকার উপরে ধানের শীষ মার্কা দেখা গেলেও এবারের নির্বাচনে বিএনপি দল হিসেবে অংশগ্রহণ করছে না। ফলে ধানের শীষ মার্কাটি ব্যালটে থাকার যৌক্তিকতাও নেই।

তাছাড়া আজ প্রকাশিত একাধিক খবর মারফত জানা গেছে, সংসদ সদস্য শামীম ওসমান নিজেও এবার ইভিএম মেশিনে ভোট দিয়েছেন। সেখানে বলা হয়, ভোট দিতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিপত্তিতেও পড়েন তিনি। দেখুন এ সংক্রান্ত দেশ রুপান্তরের একটি প্রতিবেদন--


প্রতিবেদনটি পড়ুন এখানে। এছাড়া দেখুন একটি ভিডিও প্রতিবেদন--

Full View

অর্থাৎ ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমানের সিলমারা ব্যালট পেপার প্রদর্শনের পুরোনো ছবিকে ২০২২ সালের নির্বাচনের সাথে মিলিয়ে পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories