সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ফেসবুক পেজ এবং আইডি থেকে দাবি করা হয়, পাকিস্তানের বিখ্যাত আলেম তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৪ নভেম্বর 'ঢাকা নিউজ' নামের একটি ফেসবুক পেজ থেকে দুটি ছবিসহ একটি পোস্ট করে বলা হয়, পাকিস্তানের মাওলানা তারিক জামিল মারাত্মক রোড এক্সিডেন্টে আহত হয়েছেন। ছবি দুটির একটিতে রক্তাক্ত এক ব্যক্তিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবি মাওলানা তারিক জামিলের। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, রক্তাক্ত ব্যক্তির এই ছবিটি মাওলানা তারিক জামিলের নয়। রিভার্জ ইমেজ সার্চিং টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে, সাদা পাঞ্জাবি পরা রক্তাক্ত এই ব্যক্তির নাম মাওলানা আজাদ জামিল। দেখুন এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট--
২০১৯ সালের ৩১ মে 'Syed Haris Nadeem' নামের ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টটি করা হয়। ছবিটির ক্যাপশনে বলা হয়, এগুলো মাওলানা আজাদ জামিলের সড়ক দুর্ঘটনার ছবি। পুরো ছবিটি--
এছাড়া এ সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে একই ঘটনার আরো ছবিসহ এ সংক্রান্ত খবর খুঁজে পাওয়া গেছে। 'জরওয়ার নিউজ' নামক এক উর্দু সংবাদমাধ্যমের পেজ থেকে মাওলানা আজাদ জামিলের সড়ক দূর্ঘটনার এই খবর পোস্ট করা হয় ২০১৯ সালের ৩১ মে। দেখুন সেই পোস্ট--
মূলত রক্তাক্ত ব্যক্তির এই ছবিটি পাকিস্তানের আরেক আলেম মাওলানা আজাদ জামিলের যিনি ২০১৯ সালের মে মাসে এক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা তারেক জামিল কোনো সড়ক দূর্ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। দেখুন--
দেখুন এখানে। গত ১৪ নভেম্বর দেয়া এই পোস্টে তাঁর আহত হওয়ার খবরকে 'ভিত্তিহীন' বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও এই দাবিটিকে 'ভুয়া' হিসেবে খবর প্রকাশ করেছে। দেখুন dunyanews.tv এর একটি খবরের স্ক্রিনশট--
খবরটি দেখুন এখানে।
এরইমধ্যে এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছে ফ্যাক্টওয়াচ। দেখুন তাদের রিপোর্ট এখানে।
অর্থাৎ ভিন্ন ব্যক্তির ২০১৯ সালে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ছবিকে সম্প্রতি মাওলানা তারিক জামিলের আহত হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।