সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়ানো হচ্ছে যেখানে কিছু নারীকে 'সমগ্র সিংগেল নারী সমাজ' এর ব্যানারে "এই শীতেই জামাই চাই" দাবীতে মানববন্ধন করতে দেখা যাচ্ছে। দেখুন এখানে, এখানে, এবং এখানে।
Ruposhi Bangla☑ নামের একটি গ্রুপে Ha Mahdi Hasan নামক প্রোফাইল থেকে এরকম একটি পোস্ট করা হয় যেখানে ক্যাপশন হিসেবে লেখা আছে, ''আজ দেখলাম এই গ্রুপ মিছিল করতেছে।''
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা যায় যে ছবিটি এডিট করা। দৈনিক ইনকিলাবের খবরমতে, মূল ছবিটি আসলে সাম্প্রতিক ধর্ষণবিরোধী আন্দোলনের সমর্থনে টাংগাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের। ওই এলাকার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনেই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতিবেদনটিতে জানা যায়। এই বছরের ৮ অক্টোবরের এই প্রতিবেদনের ছবিটিকেই এডিট করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
সুতরাং 'সমগ্র সিংগেল নারী সমাজ' এর ব্যানারে 'এই শীতেই জামাই চাই' দাবীতে মানববন্ধনের ছবিটি মূলত এডিট করে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।