সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার ছবি, দেখুন এমন কিছু খবরের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ৪ মার্চ 'পিরোজপুর অনলাইন নিউজ' নামের একটি ফেসবুক পেজ থেকে হামলায় বিপর্যস্ত একটি মসজিদের ছবি পোস্ট করে বলা হয়, "পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০"। গত ৪ মার্চ পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। অর্থাৎ দাবি করা হচ্ছে, আলোচ্য ছবিটি সম্প্রতি পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনার। দেখুন সেই পোস্টটি--
এছাড়া dhakajournals,com নামের একটি অনলাইনেও পাকিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার সাথে একই ছবি প্রকাশিত হয়েছিল। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই ছবিটি পাকিস্তানের বোমা হামলার ঘটনার নয়। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি আফগানিস্তানের। তুরস্কভিত্তিক ডেইলি সাবাহ অনলাইনের একটি খবরের সাথে উক্ত ছবিটি পাওয়া গেছে। ২০২১ সালে প্রকাশিত 'Blast targeting mosque in Afghanistan's Kunduz kills at least 100' শিরোনামের এই খবরটিতে বলা হয়, ছবিটি আফগানিস্তানের কুন্দিজ প্রদেশে একটি শিয়া মসজিদে বোমা হামলার ছবি। দেখুন--
খবরমতে, ঘটনাটি ঘটে ২০২১ সালের ৮ অক্টোবর। এছাড়া ডেইলি সাবাহ এই ছবিটি বার্তা সংস্থা এপি'র বরাতে প্রকাশ করেছিল।
একই ছবি প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এও। সেখানেও বলা হয়, এটি আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলার ছবি। একইভাবে ছবিটির উৎস হিসেবে উল্লেখ করা হয় এপি। দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে এবং আহত হয়েছেন আরো প্রায় ২০০ জন মানুষ। দেখুন এ সংক্রান্ত প্রথম আলোর একটি খবর--
প্রথম আলোর প্রতিবেদনটি দেখুন এখানে।
অর্থাৎ পাকিস্তানে সাম্প্রতিক মসজিদে বোমা হামলার খবরের সাথে আফগানিস্তানের বোমা হামলার পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।