সামাজিক মাধ্যমে মায়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি'র একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, সু চির গ্রেফতারের পর কারাগারের ছবি এটি। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ৪ ফেব্রুয়ারি Bangladesh Civilian Force নামের ফেসবুক পেইজ থেকে অং সান সু চি'র একটি ছবি পোস্ট করা হয় যেখানে সু চিকে একটি দেয়ালের ফুটো দিয়ে বাইরে তাকাতে দেখা যাচ্ছে। উক্ত ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, কারাগার থেকে লুকিয়ে লুকিয়ে বাহিরের চিত্র দেখছেন মায়ানমার এর নেত্রী : আংসান সুচি! দাম্ভিকতা,অহংকার অত্যাচারী দেশের মানুষদের দেশ ত্যাগে বাধ্যকরা নেত্রী।
দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি সু চি'র সম্প্রতি গ্রেফতারকালের নয়। রিভার্স ইমেজ সার্চিং টুল দিয়ে যাচাই করা দেখা গেছে, সু চি'র ভাইরাল হওয়া এই ছবিটি ২০১৪ সালের। গেটি ইমেজেস এর বর্ণনামতে, নোবেল বিজয়ী অং সান সুচি ২০১৪ সালে জার্মানি সফরে গেলে বার্লিন দেয়াল পরিদর্শন করেন। উক্ত ছবিতে সুচি'র সাথে বার্লিন ওয়াল মেমোরিয়ালের পরিচালক এবং বার্লিন শহরের মেয়রকে দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন Carsten Koall নামের একজন ফটোগ্রাফার। দেখুন গেটি ইমেজের এই ছবিটির একটি স্ক্রিনশট--
এছাড়া ডয়েচে ভেলের সে সময়ের একটি প্রতিবেদনেও সুচি'র বার্লিন দেয়াল পরিদর্শনের একটি ফুটেজ দেখা যায়। দেখুন সেই ভিডিওটি--
সুতরাং ভাইরাল এই ছবিটি মায়ানমারে ১লা ফেব্রুয়ারি ২০২১ ক্যু-পরবর্তী সু চি'র গ্রেফতারের নয়, বরং ২০১৪ সালের জার্মানি সফরের।
তাই এটিকে সাম্প্রতিক সময়ের ছবি হিসেবে দাবি করা বিভ্রান্তিকর।