HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি চলমান লকডাউনের নয়

২০১৯ সালের একাধিক পেইজে বৃদ্ধ রিকশাচালকের দিকে তেড়ে আসা পুলিশের ভাইরাল ছবিটি পাওয়া গেছে।

By - BOOM FACT Check Team | 23 April 2021 2:37 PM IST

ফেসবুকে একজন রিকশাচালক ও ট্রাফিক পুলিশের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক লকডাউনের। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২১ এপ্রিল ইমরান এইচ সরকারের ভেরিফায়েড পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে রাস্তায় ট্রাফিক পুলিশকে একজন রিকশাচালকের উপর চড়াও হতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে প্রশ্ন করা হয়, সরকার এসব প্রবীণ শ্রমজীবি মানুষদের সাহায্য সহযোগিতা করে বাড়িতে ফেরত পাঠাতে পারে না কেন। অর্থাৎ ক্যাপশনের দাবিমতে মনে হচ্ছে চলমান লকডাউনের ছবি এবং রিকশাচালককে হেনস্থা না করে ত্রাণের ব্যবস্থা করে বাড়িতে পাঠিয়ে দেয়ার কথাই এখানে বলা হচ্ছে।

এছাড়া পোস্টটির একাধিক কমেন্টেও দাবি করা হচ্ছে, ছবিটি চলমান লকডাউনের। দেখুন পোস্ট--

পোস্টটি পড়তে ক্লিক করুন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি চলমান লকডাউনের নয়। রিভার্স ইমেজ সার্চিং অপশন ব্যবহার করে ২০১৯ সালে একাধিক পেইজে এই ছবিটি পাওয়া গেছে। ফেসবুকে সার্চ করে Dr. Md. Nazim Uddin নামের একটি পেইজে ছবিটি ২০১৯ সালের ২৬ মে পোস্ট করা হয়।

Thanks Bangladesh police

এই ধন্যবাদ নিছের ছবিতে যে চিত্র ফুটে উঠেছে!!

কোন কাজ ভুল না করে সঠিক ভাবে করতে পারলে ধন্যবাদ...

Posted by Dr. Md. Nazim Uddin on Saturday, 25 May 2019

পোস্টটির আর্কাইভ ভার্সন রাখা আছে এখানে।  পোস্টটিতে ছবির ব্যাপারে দাবি করা হয়, পুলিশ উক্ত বৃদ্ধ রিকশাচালককে থাপ্পড় দেয়। 

এছাড়া একই বছরের ৭ জুন আরেকটি পেইজে একই বর্ণনাসহ ছবিটি পাওয়া যায়।

Thanks Bangladesh police

এই ধন্যবাদ নিছের ছবিতে যে চিত্র ফুটে উঠেছে!!

কোন কাজ ভুল না করে সঠিক ভাবে করতে পারলে ধন্যবাদ...

Posted by আমি মা বাবা একমাত্র সন্তান on Friday, 7 June 2019

তবে ছবিটির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

অর্থাৎ অন্তত দুবছর পুরোনো ছবিকে চলমান লকডাউনের ছবি হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories