ফেক নিউজ

হেফাজতকর্মী নন, রামদা হাতে দৌড়ানো লোকটি শ্রমিক লীগ নেতা

২০২০ সালের সেপ্টেম্বর মাসে দৈনিক প্রথম আলো পত্রিকায় ছবিটি প্রকাশিত হয়েছে।

By - BOOM FACT Check Team | 29 March 2021 11:47 PM IST

হেফাজতকর্মী নন, রামদা হাতে দৌড়ানো লোকটি শ্রমিক লীগ নেতা

ফেসবুকে রামদা হাতে পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ব্যক্তিটি হেফাজত ইসলামের কর্মীর। তিনি নাকি গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের হরতালে রামদা নিয়ে এভাবে অ্যাকশনে ছিলেন। এমন দাবি সম্বলিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৯ মার্চ 'ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সমর্থক গোষ্ঠী' নামের গ্রুপে ছবিসহ একটি পোস্ট করা হয়। দেখুন স্ক্রিনশট--

পোস্টটি দেখুন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি পুরনো এবং ছবির ব্যক্তিটি হেফাজতে ইসলামের কেউ নন।

রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, পাঞ্জাবি পরিহিত ব্যক্তির ছবিটি প্রথম প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর একটি খবরে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর 'পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, অস্ত্র নিয়ে মহড়া' শিরোনামে এক খবরে উক্ত ছবিটি প্রকাশিত হয়। দেখুন স্ক্রিনশট--

খবরটি পড়ুন এই লিঙ্কে। 

উক্ত প্রতিবেদনে ছবিটির ক্যাপশনে বলা হয়, 'সংঘর্ষের সময় রাম–দা নিয়ে ধাওয়া দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া থানার পাশে'।

অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে প্রকাশিত শ্রমিক লীগ নেতার ছবিকে হেফাজত কর্মীর বলে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে।

Tags:

Related Stories