ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে আহত অবস্থার একজন নারীকে ধরে নিয়ে যাচ্ছেন দুই নারী-পুরুষ। ছবিটি তাদের পেছন থেকে তোলা।
ভাইরাল হওয়া ছবির সাথে কিছু পোস্টে দাবি করা হয়েছে ছবিটি ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে (পার্বত্য এলাকায়) ক্ষুদ্রনৃতাত্ত্বিক সম্প্রদায়ের একজন নারীকে ধর্ষণের ঘটনার।
নিচে তেমন একটি পোস্টের স্ক্রিনশট দেয়া হলো--
বুম বাংলাদেশ- এর অনুসন্ধানে দেখা যাচ্ছে, উল্লিখিত ছবিটির অস্তিত্ব অনলাইনে ২৪ সেপ্টেম্বরের বহু আগে থেকে রয়েছে।
২০১৬ সালের ১২ ডিসেম্বর ডয়চে ভেলে'র এই প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে ক্যাপশন দেয়া হয়েছে--
"২১ আগস্ট ২০১২ সালে মাত্র ১১ বছর বয়সি এই ত্রিপুরা মেয়েটি খাগড়াছড়িতে এক পুলিশ কনস্টেবলের হাতে ধর্ষণের শিকার হয়েছিল৷ (ছবি: সুমিত চাকমা)"
এদিকে ডেইলি স্টার ২৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে জানাচ্ছে, আগের দিন খাগড়াছড়িতে এক নারীকে ৯ 'সেটলার' বাঙালি কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় মামলাও হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবির সাথে ঘটনার যে বর্ণনা উপরে তুলে ধরা হয়েছে তার সাথে ডেইলি স্টারের প্রতিবেদনের বর্ণনা মিলে যায়।
অর্থাৎ, ভাইরাল হওয়া ছবিটি পুরনো একটি ধর্ষণের ঘটনার। ভুলভাবে নতুন আরেকটি ধর্ষণের ঘটনার সাথে পুরনো ছবি যুক্ত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।