ফেসবুকে একটি রক্তাক্ত শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক মোদি-বিরোধী আন্দোলনের। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে--
গত ২৬ মার্চ থেকে বেশ কিছু ফেসবুক প্রোফাইলে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ কর্মসূচির বেশ কিছু ছবি ভাইরাল হয়। তার মধ্যে একটি ছবিতে সাদা পোশাক পরিহিত এক রক্তাক্ত শিশুকে দেখা যায়। তার পিছনে আরেক ব্যক্তিকে লাল পোশাকে দেখা যাচ্ছে। দেখুন এমন একটি পোস্টের স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি পুরোনো এবং বাংলাদেশেরও নয়।
ছবিটির ব্যাপারে রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০১৯ ও ২০২০ সালের একাধিক সময়ে টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে টুইটারে পোস্ট করা এমন একটি ছবি দেখুন নিচে--
We are heading towards Palestine #ShameOnUModiAndSha pic.twitter.com/Uo1J9M4mjR
— Hum Honge Kaamyab (@MdLiyakath1) December 21, 2019
এছাড়া ফেসবুকেও ২০২০ সালে ছবিটি পোস্ট করা হয়েছিল। দেখুন এমন একটি পোস্ট--
Posted by Believe - বিশ্বাস on Thursday, 27 February 2020
ছবিটির ব্যাপারে আরো বিস্তারিত সার্চ করে রক্তাক্ত শিশুর ছবিটির একটি ভিডিও ভার্সন পাওয়া গেছে। ২০১৯ সালের ২১ ডিসেম্বর একটি টুইটার থ্রেডে ভিডিওটি পাওয়া যায়। টুইটারটির সেই কমেন্টটির ক্যাপশনে বলা হয়েছে, ভিডিওটি ভারতের উত্তর-প্রদেশস্থ নাজিবাবাদের ঘটনা। দেখুন সেই ভিডিওটি--
नजिबाबाद पुलिस को 5साल का बच्चा भी उपद्रव करने वाला लगता है @asadowaisi @Uppolice @UPGovt @dgpup @ANI @PrannoyRoyNDTV @ndtv @sakshijoshii @warispathan @kanhaiyakumar @yadavakhilesh @UmarKhalidJNU @UNHumanRights pic.twitter.com/VbuCZkPg9k
— PARVEEN (@PARVEEN11072734) December 21, 2019
তবে সামাজিক মাধ্যমগুলোর বাইরে ছবি ও ভিডিওটির আর কোনো নির্ভরযোগ্য উৎসের হদিস পাওয়া যায়নি।
অর্থাৎ ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবিকে সাম্প্রতিক মোদি-বিরোধী কর্মসূচির ছবি হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।