"স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না" এমন একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টের বরাতে শনিবার কিছু অনির্ভরযোগ্য অনলাইন পোর্টালেও এমন খবর প্রকাশিত হয়েছে।
অনেকে এক বছর আগে ২০১৯ সালের ৬ এপ্রিল প্রকাশিত বাংলাট্রিবিউনের "দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে" শিরোনামের একটি প্রতিবেদন নতুন করে শেয়ার করে খবরটি জানাচ্ছেন। দেখুন নিচের স্ক্রিনশট--
গত বছর প্রকাশিত বাংলাট্রিবিউনের খবরটি ছিলো সরকারি কিছু সূত্রের বরাতে এ বিষয়ে সরকারের ভেতরের তখনকার মনোভাব সংক্রান্ত।
প্রতিবেদনটিতে বলা হয়েছিল--
"এ বিষয়ে জানতে চাইলে শনিবার (৬ এপ্রিল) ওই মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এটি পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে আমরা অফিসিয়ালি এখন বলতে পারবো না। এ বিষয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।"
যদিও এর পরে এই নীতিগত সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি।
এদিকে সামাজিক মাধ্যমে এমন খবর রটে যাওয়ার প্রেক্ষিতে শনিবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, দলীয় প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই। আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে।