সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একাধিক অখ্যাত অনলাইন পোর্টালের একটি খবরের লিংক পোস্ট করে দাবি করা হচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা এবার শিক্ষকতায় যোগ দিয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গত ২৮ নভেম্বর 'Breaking News' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের একটি লিংক শেয়ার করে লেখা হয়, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন অভিনেত্রী ঈশিতা।" স্ক্রিনশট দেখুন-
হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরটির ডেটলাইন লেখা আছে চলতি বছর '২৮ নভেম্বর' এবং বিস্তারিত অংশে বলা হয়েছে, "জনপ্রিয় অভিনেত্রী ও নির্দেশক রুমানা রশীদ ঈশিতা এবার শিক্ষকতা পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। গত একমাসেরও বেশি সময় ধরে ঢাকার বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে যুক্ত আছেন তিনি।" অর্থাৎ ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ ও বিষয়বস্তু দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং ৩ বছর আগের।
২০১৮ সালে দেশের একাধিক গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে 'শিক্ষকতা পেশায় ঈশিতা' শিরোনামে ২০১৮ সালের ১২ নভেম্বর একুশে টেলিভিশন অনলাইনে খবরটি প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়- "অভিনেত্রী, নৃত্যশিল্পী, নাট্য নির্দেশক ও গায়িকা তিনি। এবার শিক্ষক হিসেবে নাম লেখালেন রুমানা রশীদ ঈশিতা। ঢাকার বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেছেন তিনি। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এ মুহূর্তে শিক্ষকতা পেশাটি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।" স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, সংবাদমাধ্যম দৈনিক যায়যায়দিন-এর অনলাইন ভার্সনেও খবরটি একই তারিখে খবরটি প্রকাশিত হতে দেখা যায়। খবরটির স্ক্রিনশট দেখুন-
অর্থাৎ খবরটি সাম্প্রতিক নয় বরং ৩ বছর আগের।
সুতরাং তিন বছর আগের একটি খবর কোনো তথ্য পরিমার্জন না করেই অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর হিসাবে প্রকাশ করা হচ্ছে অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।