সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রী এ্যানি খান অভিনয় ছেড়ে দিলেও আবার ফিরছেন। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ ডিসেম্বর 'Amar Diary' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করে বলা হয়, 'ধর্মের কারণে অভিনয় ছেড়ে আবারও যে কারনে ফিরতে হল অভিনেত্রী এ্যানি খানকে'। একই শিরোনামে ১৪ ডিসেম্বর ডেটলাইনে প্রকাশিত খবরটিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেও হাসান জাহাঙ্গীর পরিচালিত 'চাপাবাজ' নামক একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে ফিরেছেন এ্যানি খান। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন–
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো এবং বিভ্রান্তিকর। এ সংক্রান্ত একাধিক খবর ২০২০ সালে প্রকাশিত হয়েছিল। মূলত ২০২০ সালে প্রথম অভিনয় ত্যাগ করে আবার এ্যানি খানের শুটিংয়ে ফেরার এই খবরটি প্রকাশিত হয়েছিল 'চলমান সময়' নামক একটি অনলাইন পোর্টালে। দেখুন স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে। তবে সেখানে এ্যানি খানের কোনো উদ্ধৃতি ছাড়াই খবরটি প্রকাশিত হয়েছিল।
পরবর্তীতে তৎকালে অর্থাৎ ২০২০ সালেই এ্যানি খান নিজে একাধিক গণমাধ্যমকে জানান, তার শুটিংয়ে ফেরার খবরটি ভুয়া। 'ভুয়া সংবাদে চটেছেন এ্যানি' শিরোনামে দৈনিক মানবকন্ঠে প্রকাশিত এক খবরে এ্যানি খান বলেন, 'এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ দেখে আমি রীতিমতো হতবাক। আমার সঙ্গে কথা না বলে এমন একটি ভিত্তিহীন সংবাদ তারা (সংবাদপত্রটি) কীভাবে করেন। তাছাড়া ২০১৬ সাল থেকে আমি 'চাপাবাজ' নাটকের কাজ করছি না। তার পরও হঠাৎ এমন বানোয়াট সংবাদ তারা কোথা থেকে পেলেন?' দেখুন স্ক্রিনশট--
এছাড়া ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমসেও খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে। অর্থাৎ এ্যানি খানের নতুন করে শুটিংয়ে ফেরার খবরটিকে তিনি নিজেই 'ভিত্তিহীন' বলে চিহ্নিত করেছেন।
সুতরাং ২০২০ সালে এ্যানি খানের পুনরায় শুটিংয়ে ফেরার পুরোনো বিভ্রান্তিকর খবর সাম্প্রতিক দিন তারিখ দিয়ে নতুন করে প্রচার করা হচ্ছে।