সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর একাধিক নিউজ পোর্টালের লিংক শেয়ারের মাধ্যমে প্রচারিত হচ্ছে যেখানে বলা হচ্ছে, এশিয়ার সেরা ১০০ জনের সাথে 'পরকীয়ায়' পরীমনি। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে, এখানে, এখানে।
গত ১৯ জুন ভালবাসার ডায়রী নামের পেইজ থেকে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'এশিয়ার সেরা ১০০ জনের সাথে পর'কীয়া 'পরীমনি'। এছাড়া খবরটির বিস্তারিত অংশে গেলে দেখা যায়, খবরটি ডেটলাইনে প্রকাশের সময় লেখা '2 days ago' অর্থাৎ যেদিন বা যখন কোন পাঠক বা ফেসবুক ব্যবহারকারী খবরটি পড়বেন, স্বাভাবিকভাবে মনে হতে পারে সেটি সেদিন থেকে দুইদিন আগের খবর। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
এছাড়া খবরটির বিস্তারিত অংশের একটি স্ক্রিনশট দেখুন--
খবরটি আর্কাইভ করা আছে এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পরীমনি সংক্রান্ত এই খবরটি বিভ্রান্তিকর। প্রথমত, শিরোনামে এশিয়ার সেরা ১০০ জনের সাথে পরীমনির পরকীয়ার খবর বলে দাবি করা হলেও বিস্তারিত অংশে এমন কোন তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া মূলধারার কোনো সংবাদমাধ্যমে চিত্রনায়িকা পরীমনি সংক্রান্ত এ ধরণের খবর পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, বিস্তারিত খবরটির প্রথামাংশে বলা হয়েছে, "বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের 'এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি"। যা মূলত ২০২০ সালের ৯ ডিসেম্বর ডিবিসি টিভির অনলাইন ভার্সনে প্রকাশিত একটি খবরের প্রথমাংশের সাথে হুবহু মিলে যায়। এছাড়া লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, ২০২০ সালে ডিবিসি অনলাইনে প্রকাশিত খবরটি হুবহু কপি করেই সাম্প্রতিক এই খবরটি প্রকাশ করা হয়েছে। দেখুন ডিবিসিতে প্রকাশিত খবরটি এখানে--
ডিবিসি নিউজ টিভির খবরটি দেখুন এখানে।
এছাড়া একই সময়ে অর্থাৎ গতবছর এশিয়ার সেরা ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনির যুক্ত হওয়ার খবরটি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। দেখুন প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরটি-
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরটি দেখুন এখানে।
অর্থাৎ পরীমনিকে নিয়ে ২০২০ সালে প্রকাশিত তাঁর জন্য একটি ইতিবাচক খবরকে নেতিবাচক শিরোনামে নতুন করে প্রকাশ করা হয়েছে; যা বিভ্রান্তিকর।