সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, দাদি হলেন সঙ্গীতশিল্পী এবং সাংসদ মমতাজ বেগম। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ নভেম্বর 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, 'দাদি হলেন কণ্ঠশিল্পী মমতাজ'। গত ৩০ নভেম্বর প্রকাশিত এই খবরের বিস্তারিত অংশে বলা হয়, জনপ্রিয় সংগীতশিল্পী এবং সাংসদ মমতাজ বেগমের ছেলে মেহেদী খান প্রথম মেয়ে-সন্তানের পিতা হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সাংসদ ও কন্ঠশিল্পী মমতাজ বেগমের দাদি হওয়ার খবরটি পুরোনো। ২০১৮ সালে ছবিসহ এই খবরটি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালের ১৯ নভেম্বর 'দাদি হলেন কণ্ঠশিল্পী মমতাজ' শিরোনামে একটি খবর প্রকাশ করেছিল জাগোনিউজ২৪ ডটকম। খবরটিতে বলা হয়, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন। দেখুন--
এছাড়া খবরটিতে আরো বলা হয়, সোমবার দুপুরে ফেসবুকে মমতাজ লিখেছেন, 'আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।'
এই খবরটি ছবিসহ দৈনিক প্রথম আলোতেও প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের একই দিনে। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
অর্থাৎ সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজের ছেলে মেহেদী খানের প্রথম কন্যা সন্তান হওয়ার পুরোনো খবর ছবিসহ নতুন তারিখে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।