সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর প্রকাশ করে বলা হচ্ছে, ৩০০ টাকা দরে উকুন বিক্রি হচ্ছে। দেখুন এমন কিছু খবরের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ মার্চ 'Bangla Live News' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয়। যার শিরোনাম ছিল, 'অবিশ্বাস্য হলেও সত্য বিক্রি হচ্ছে মাথার উকুন, প্রতি উকুনের মূল্য ৩০০ টাকা'। খবরটির বিস্তারিত অংশে দেখা যায়, দুবাইতে প্রতি উকুন ১৪ দিরহামে বিক্রি হচ্ছে যেটি বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ টাকা। খবরটি প্রকাশিত হয়েছে ২০২২ সালের ১১ জানুয়ারি। দেখুন পোস্টটির স্ক্রিনশট–
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দুবাইতে উকুন বিক্রি হওয়ার খবরটি পুরোনো। ২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু দেশি-বিদেশি গণমাধ্যমে। ২০১৬ সালের আগস্ট মাসে গালফ নিউজে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল, 'Salons selling lice as hair-loss cure warned'। সেখানে বলা হয়, দুবাইতে চুলের জন্য ভাল দাবি করে উকুন বিক্রি হচ্ছে। ইমারত আল ইউম নামের একটি আরবি গণমাধ্যমের বরাতে বলা হয়, প্রতি উকুনের দাম অন্তত ১৪ দিরহাম দরে কিনছে অনেকে। দেখুন সেই খবরটির স্ক্রিনশট--
বাংলাদেশেও একাধিক গণমাধ্যমে খবরটি তখন প্রকাশিত হয়েছিল। দৈনিক সমকালে প্রকাশিত খবরটির শিরোনাম ছিল, 'দুবাইতে উকুন বিক্রি' যেটি প্রকাশিত হয় ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর। দেখুন--
পড়ুন এখানে।
তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া খবরটি হুবহু মিলে যায় দৈনিক ইনকিলাবের একটি খবরের সাথে। ইনকিলাব অনলাইনে খবরটি প্রকাশিত হয় ২০১৯ সালের ১৯ নভেম্বর। খবরটি দেখুন এখানে--
লিংক এখানে।
অর্থাৎ ২০১৬ সালের দুবাইতে উকুন বিক্রি হওয়ার পুরোনো খবর সাম্প্রতিক দিন তারিখ দিয়ে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।