সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবরের লিংক শেয়ার বলা হচ্ছে, অবরোধের কারণে হেলিকপ্টারে করে শুটিং এ যাচ্ছেন নায়িকা পূর্ণিমা। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৯ নভেম্বর 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, 'অবরোধের কারণে হেলিকপ্টারে চড়ে শুটিং এ যাচ্ছেন পূর্ণিমা'। খবরটিতে বলা হয়, সড়ক অবরোধের কারণে শেষমেষ হেলিকপ্টারে করে 'গাঙচিল' সিনেমার শুটিংয়ে অংশ নিতে নোয়াখালী গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। খবরটিতে আরো বলা হয়, গত ১৭ নভেম্বর থেকে 'গাঙচিল' চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। তাছাড়া খবরের সাথে একটি ছবিও যুক্ত করা হয়েছে যেখানে নায়িকা পূর্ণিমাকে একটি হেলিকপ্টারে বসে থাকতে দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ লিংক দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিসহ নায়িকা পূর্ণিমার এই খবরটি পুরোনো। ২০১৯ সালের মূলধারার সংবাদমাধ্যমে সড়ক অবরোধের কারণে পূর্ণিমার হেলিকপ্টারে করে শুটিংয়ে যাওয়ার খবরটি প্রকাশিত হয়েছিল। দৈনিক যুগান্তর অনলাইনে ২০১৯ সালে ২১ নভেম্বর এ সংক্রান্ত একটি খবর পাওয়া যায়। 'হেলিকপ্টারে করে গাঙচিলের শুটিংয়ে গেলেন পূর্ণিমা' শিরোনামের খবরটিতে বলা হয়, 'সড়ক অবরোধের কারণে শেষমেষ হেলিকপ্টারে করে শুটিংয়ে অংশ নিতে নোয়াখালী গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বুধবার দুপুর ১টার দিকে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইউনিয়নে গিয়ে পৌঁছান।' দেখুন খবরটির স্ক্রিনশট--
একই খবর ২০১৯ সালে প্রকাশিত হয় দৈনিক আমাদের সময় অনলাইনে। ছবিসহ 'অবরোধের কারণে হেলিকপ্টারে পূর্ণিমা' শিরোনামে সেই খবরটি দেখুন--
খবরটিতে চিত্রনায়িকা পূর্ণিমার বরাতে আরো বলা হয়, নোয়াখালীতে 'গাঙচিল' ছবির শুটিং শুরু হয়েছে ২০১৯ সালের ১৭ নভেম্বর। পড়ুন খবরটি এখানে।
অর্থাৎ ২০১৯ সালে পূর্ণিমার হেলিকপ্টারে করে শুটিংয়ে যাওয়ার খবর পুনরায় ২০২১ সালে নতুন দিন তারিখ দিয়ে হুবহু প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।