HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

হুমায়ুন আহমেদ সম্পর্কে রিয়াজের এই বক্তব্যটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালের নভেম্বরে অনলাইন পত্রিকা বিডিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নায়ক রিয়াজ এ কথা বলেছিলেন।

By - BOOM FACT Check Team | 25 Jan 2022 9:13 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবরে জনপ্রিয় কথা সাহিত্যিক ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদ সম্পর্কে রিয়াজের একটি বক্তব্য ভাইরাল হয়। দেখুন সেই পোস্টের লিংক এখানে এবং এখানে

গত ২১ জানুয়ারি 'Bengali News' নামের ফেসবুক পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'আমার সবচেয়ে বড় ক্ষতি করছে হুমায়ূন আহমেদ সাহেবঃ রিয়াজ'। হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে বলা হয়, এক সাক্ষাৎকারে নায়ক রিয়াজ বলেছেন, 'আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হুমায়ূন আহমেদই করেছেন।' কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, হুমায়ুন আহমেদ রিয়াজের সিনেমা সংক্রান্ত ভাবনাগুলোকে বদলে দিয়েছিলেন। দেখুন--


প্রতিবেনটির বিস্তারিত অংশের আর্কাইভ দেখুন এখানে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, হুমায়ুন আহমেদ সংক্রান্ত নায়ক রিয়াজের এই মন্তব্যের খবরটি পুরোনো। ২০১৯ সালে মূলধারার গণমাধ্যমে একই মন্তব্যসহ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ১৩ নভেম্বর বিডিনিউজ২৪ ডটকমে 'আমার সবচেয়ে বড় 'ক্ষতি' করেছেন হুমায়ূন আহমেদ: রিয়াজ' শিরোনামে একটি সাক্ষাৎকারধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে নায়ক রিয়াজ এই উক্তিটি করেন এবং কারণ হিসেবে বলেন, "তার সঙ্গে 'দুই দুয়ারী' ছবিটা করা পর কমার্শিয়াল ছবি নিয়ে আমার যে চিন্তা ভাবনা সেটার আমূল পরিবর্তন ঘটে। আমি এরপরে কমার্শিয়াল ছবি বলতে যা বোঝায়, সেটার প্রতি আগ্রহও হারিয়ে ফেললাম। বলুন এটা ক্ষতি কি না।" দেখুন--



প্রতিবেদনটি পড়ুন এখানে

এছাড়া বিডিনিউজ২৪ ডটকমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও রিয়াজের একই বক্তব্য সম্বলিত ভিডিওটি ২০১৯ সালে পোস্ট করা হয়েছিল। দেখুন ভিডিওটি--

Full View

অর্থাৎ চিত্রনায়ক রিয়াজের সাক্ষাৎকার নিয়ে ২০১৯ সালে বিডিনিউজে প্রকাশিত একটি খবরকে, সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories