HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানের ত্রিশের বেশি সন্তানের বাবা গুলজার খানের খবরটি পুরোনো

২০১৭ সালে গণমাধ্যমে খবরটি বার্তা সংস্থা এএফএপি'র বরাতে প্রকাশিত হয়; নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।

By - Md Abdullah Khan | 25 Nov 2021 9:20 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একাধিক অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে, গুলজার হোসেন নামে পাকিস্তানি নাগরিকের ৩৬ সন্তানের পিতার খবর প্রকাশ করা হচ্ছে। খবরটিতে বেলুচিস্তানের জান মোহাম্মদ নামে অপর এক ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে যার সন্তান সংখ্যা ৩৮। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

গত ১৮ নভেম্বর 'প্রতিবাদী কন্ঠস্বর' নামের ফেসবুক আইডি থেকে একটি অনলাইন পোর্টালের খবরের লিংক শেয়ার করে বলা হয় "আল্লাহ দিচ্ছেন আমি নিচ্ছি বললেন ৩৮ সন্তানের বাবা! দেখুন ভিডিও সহ বিস্তারিত"

পোস্টটি দেখুন
এখানে

হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরটির ডেটলাইন উল্লেখ করা হয়েছে ১৩ নভেম্বর এবং বিষয়বস্তুতে, গুলজার হোসেন এবং জান মোহাম্মদ নামে দুই পাকিস্তানি নাগরিকের নাম বলা হয়েছে। ফলে ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ ও বিষয়বস্তু দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে।

খবরটি দেখুন এখানে 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি অন্তত ৪ বছর পুরোনো এবং বিষয়বস্তু বিভ্রান্তিকর।

যেমন, খবরের শুরুতেই লেখা হয়েছে, "৩৮ সন্তানের বাবা হয়েও আল্লাহর উপর আস্থা ও ভরসা অটুট । তিনি আরো সন্তান চান। তিসি গুলজার হোসেন পাকিস্তানের বান্নু শহরের বাসিন্দা।" আবার একই খবরে লেখা হয়েছে, ৫৭ বছরের গুলজার পাকিস্তানের বান্নু শহরের বাসিন্দা। তার তিনটি স্ত্রী। ৩৬টি বাচ্চার পরেও তৃতীয় স্ত্রী সন্তানসম্ভবা।" অর্থাৎ, দাবি মত, গুলজার'এর সন্তান সংখ্যা ৩৮ নাকি ৩৬ তা স্পষ্ট নয়। আবার খবরের অন্যত্রে জান মোহাম্মদ নামে আরেক বালুচ ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে যার সন্তান সংখ্যা ৩৮ জন।    

কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০১৪ সালে গুলজার খান ওয়াজির'কে (গুলজার হোসেন নয়) নিয়ে বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করে। খবরটি এএফপির বরাতে ২০১৪ সালের ১৭ জুলাই "North Waziristan operation spoils fourth wife dream of father of 36" শিরোনামে পাকিস্তানি দ্য ডন প্রকাশ করে। ভাইরাল খবরের ব্যবহার করা বয়স্ক ব্যক্তির ছবিটিও গুলজার খানের যিনি পাকিস্তানের ওয়াজিরিস্তানের বাসিন্দা। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে 

পুনরায় সার্চ করার পর, জান মোহাম্মদ নামে অপর এক পাকিস্তানি নাগরিককে নিয়ে প্রকাশিত খবরও পাওয়া যায়, যিনি পাকিস্তানের বেলুচিস্তানের বাসিন্দা। ২০১৬ সালের ১ মার্চ " 33 children, three wives: This is why we need a population census" শিরোনামে দ্য ডনে প্রকাশিত খবরে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা এলাকার বাসিন্দা জান মোহাম্মদ ৩৩ সন্তানের পিতা। অর্থাৎ, খবর দুটি আলাদা দুই ব্যক্তির এবং প্রকাশিতও হয়েছে আলাদা বছরে। 

খবরটি পড়ুন এখানে 

এর সূত্র ধরে সার্চ করার পর, "'Allah will provide': Three Pakistani men who have fathered nearly 100 children" শিরোনামে হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে গুলজার খান ও জান মোহাম্মাদ উভয়ের উল্লেখ পাওয়া যায় এবং এই খবরে বেলুচিস্তানের নাগরিক জান মোহাম্মাদের ৩৮ সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। খেয়াল করলে দেখা যায়, ভাইরাল খবরটিও এই খবরের বাংলা অনুবাদ তবে অনুবাদটি ভুলভাবে করা হয়েছে। পুরানো দুটি খবর মিলিয়ে ফিচার ধর্মী এই প্রতিবেদন প্রকাশের তারিখ দেয়া আছে ২০১৭ সালের ১০ জুন এবং সূত্র হিসাবে এএফপির বরাত দেয়া হয়েছে হিন্দুস্তান টাইমস-এর খবরে। অর্থাৎ এই খবরটিও ৪ বছর পুরোনো। খবরের স্ক্রিনশট দেখুন-


খবরটি পড়ুন এখানে 

অর্থাৎ ৪ বছর পুরোনো একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories