সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পেজ থেকে একটি খবর শেয়ার করা বলা হয়, চিত্রনায়িকা অপু বিশ্বাসে মুগ্ধ হয়েছেন কলকাতার নায়ক দেব। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ নভেম্বর 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপ থেকে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'অপু বিশ্বাসকে পেয়ে মুগ্ধ দেব'। গত ৩০ নভেম্বর ডেটলাইনে প্রকাশিত এই খবরে বলা হয়, হায়দরাবাদ বাংলা সমিতি আয়োজিত সমাবেশে গতকাল চিত্রনায়ক দেব এই কথা বলেন। এছাড়া সে অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও বক্তব্য রাখেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অপু বিশ্বাস ও দেব সংক্রান্ত এই খবরটি পুরোনো। ২০১৮ সালে দৈনিক প্রথম আলোতে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল। 'অপুকে পেয়ে মুগ্ধ দেব' শিরোনামে দৈনিক প্রথম আলো অনলাইনে একটি খবর প্রকাশিত হয় ২০১৮ সালের ৮ ডিসেম্বর। খবরটিতে বলা হয়, 'তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব-আয়না ২০১৮' উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার মঞ্চে উঠে ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেব বলেন, অপু দিদির সঙ্গে এবারই আমার প্রথম দেখা। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এটা আমাদের জন্য অনেক সম্মানের। দেখুন--
এছাড়া ওই অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাঁর বক্তব্যে দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন। তিনি বলেন, 'ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো। আরও ভালো করার জন্য দুই দেশকেই পদক্ষেপ নিতে হবে। প্রথম আলোর সেই প্রতিবেদনটি পড়ুন এখানে।
উল্লেখ্য অপু বিশ্বাস ও দেব সংক্রান্ত সাম্প্রতিক খবরটিতে সৈয়দ মোয়াজ্জেম আলী'র বক্তব্য দেয়ার কথা উল্লেখ থাকলেও তিনি ২০১৯ সালে মারা গেছেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী মারা যান। দেখুন এ সংক্রান্ত একটি খবর।
অর্থাৎ ২০১৮ সালের পুরোনো খবর নতুন তারিখ দিয়ে হুবহু প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তিকর।