'মহানবী (স.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় এবার তাসলিমা নাসরিনকে জুতাপেটা করল জনতা !' এই শিরোনামে একটি খবর কিছু অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে ও এখানে।
এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও এরকম একটি পোস্ট ছড়ানো হচ্ছে।
দেখুন এখানে।
যদিও খবরগুলোতে কবে, কোথায় এবং কিভাবে নির্বাসিত এই লেখিকার উপর হামলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ভারতে বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের উপর হামলার ঘটনাটি পুরনো।
বাংলাদেশ ও ভারতের মূলধারার সংবাদমাধ্যম ঘেটে দেখা যায় তসলিমা নাসরিন এর আগে ভারতের কলকাতাসহ একাধিক জায়গায় হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে ২০১৭ সালে আবারো অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর শত শত কর্মীদের বিক্ষোভের মুখে তাকে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। বিবিসি বাংলার খবর দেখুন এখানে।
তবে সম্প্রতি তসলিমা নাসরিনের উপর এরকম কোন হামলার খবর কোন সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। হামলার খবর প্রকাশ করা অনলাইন পোর্টালগুলোও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করেনি।
সুতরাং পুরনো ঘটনার খবরকে কোনো সঙ্গত কারণ ছাড়াই নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।