HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তসলিমা নাসরিনের উপর হামলার বিভ্রান্তিকর খবর

২০০৭ সালের ঘটনাকে নতুন করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

By - BOOM FACT Check Team | 26 Feb 2021 10:55 PM IST

'মহানবী (স.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় এবার তাসলিমা নাসরিনকে জুতাপেটা করল জনতা !' এই শিরোনামে একটি খবর কিছু অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে এখানে

এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও এরকম একটি পোস্ট ছড়ানো হচ্ছে।

দেখুন এখানে

যদিও খবরগুলোতে কবে, কোথায় এবং কিভাবে নির্বাসিত এই লেখিকার উপর হামলা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ভারতে বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের উপর হামলার ঘটনাটি পুরনো।
বাংলাদেশ ও ভারতের মূলধারার সংবাদমাধ্যম ঘেটে দেখা যায় তসলিমা নাসরিন এর আগে ভারতের কলকাতাসহ একাধিক জায়গায় হামলার শিকার হয়েছেন।
২০০৭ সালে হায়দ্রাবাদে তার একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামক একটি সংগঠনের কর্মীদের দ্বারা হামলার শিকার হন। তাকে সেসময় জুতা নিক্ষেপ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে সংবাদ পাওয়া যায়। টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমসের খবর দেখুন এখানে এখানে

অন্যদিকে ২০১৭ সালে আবারো অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর শত শত কর্মীদের বিক্ষোভের মুখে তাকে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। বিবিসি বাংলার খবর দেখুন এখানে

Full View

তবে সম্প্রতি তসলিমা নাসরিনের উপর এরকম কোন হামলার খবর কোন সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। হামলার খবর প্রকাশ করা অনলাইন পোর্টালগুলোও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করেনি।
সুতরাং পুরনো ঘটনার খবরকে কোনো সঙ্গত কারণ ছাড়াই নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories