সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অভিনেত্রী নাসরিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ৩০ নভেম্বর 'Breaking News' নামক ফেসবুক পেজে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী নাসরিন'। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, 'মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মা হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। তাঁর একটি আড়াই বছর বয়সী মেয়েও রয়েছে। এছাড়া মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নাসরিনের স্বামী মুস্তাফিজুর রহমান রিয়েল। তাছাড়া এই খবরটির সাথে নাসরিনের পুত্র সন্তানের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অভিনেত্রী নাসরিনের পুত্র সন্তান হওয়ার খবরটি পুরোনো। ২০১৬ সালে গণমাধ্যমে তার পুত্র-সন্তান হওয়ার খবরটি ছবিসহ প্রকাশিত হয়েছিল। ২০১৬ সালের ৯ আগস্ট 'ছেলেসন্তানের মা হলেন অভিনেত্রী নাসরিন' শিরোনামে একটি খবর প্রকাশ করেছিল এনটিভি অনলাইন। খবরটিতে বলা হয়, 'আবার মা হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। তাঁর একটি আড়াই বছর বয়সী মেয়ে রয়েছে। মা ও সন্তান দুজনেই এখন সুস্থ আছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নাসরিনের স্বামী মুস্তাফিজুর রহমান রিয়েল।'। দেখুন--
মূলত এনটিভির এই পুরোনো খবরটি হুবহু কপি করে নতুন করে প্রকাশ করা হয়েছে আলোচ্য অনলাইন পোর্টালটিতে।
এছাড়া জাগোটিভি অনলাইনেও একই খবরটি ছবিসহ প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। 'ছেলের মা হলেন নাসরিন' শিরোনামে প্রকাশিত এই খবরটির সাথে অভিনেত্রী নাসরিন এবং তার নবজাতকের ছবি যুক্ত করা ছিল। দেখুন--
জাগোটিভি অনলাইনের খবরটি পড়ুন এখানে।
উল্লেখ্য সম্প্রতি অভিনেত্রী নাসরিনের পুত্র সন্তান হওয়ার খবর কোনো মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং ২০১৬ সালের পুরোনো খবর ছবিসহ হুবহু কপি করে নতুন তারিখে প্রকাশ করা হচ্ছে যা বিভ্রান্তিকর।