HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

টঙ্গীতে 'বন্দুকযুদ্ধে' ধর্ষণ মামলার আসামি নিহত হওয়ার খবরটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, একই দাবি-সম্বলিত পোস্ট ২০২০ সালেও পাওয়া গেছে। এছাড়া একাধিক গণমাধ্যমেও খবরটি তখন প্রকাশিত হয়েছিল।

By - Minhaj Aman | 20 March 2022 8:59 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা ব্যক্তি র‍্যাব কর্তৃক 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। দেখুন এমন তিনটি পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে

গপ্ত ১৭ মার্চ 'PEACE' নামের ফেসবুক পেজ থেকে ছবিসহ একটি খবর পোস্ট করা হয়। সেখানে বলা হয়, 'টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা। ধর্ষককে ধর্ষণের জায়গায় এনে ক্রসফায়ার করে র‍্যাব। র‍্যাবকে অভিনন্দন।' অর্থাৎ বলা হচ্ছে, সম্প্রতি টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগে এক ব্যক্তি র‍্যাব কর্তৃক 'ক্রসফায়ার' বা 'বন্দুকযুদ্ধ'-এ নিহত হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টটি বিভ্রান্তিকর। একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, এটি ২০২০ সালের পুরোনো খবর। মূলত ২০২০ সালে ছবিসহ একই খবর পোস্ট করা হয়েছিল একাধিক আইডি থেকে। ২০২০ সালের ৬ অক্টোবর 'Romantic' নামের পেজ থেকে একই ছবিসহ সেই খবরটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, 'টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা ধর্ষণকারীকে স্পটে এনে গুলি করে মারলো র‍্যাব'। দেখুন--


এছাড়া ২০২০ সালের একই মাসে আরেকটি আইডি থেকেও সেই খবরটি র‍্যাবের একই ছবি পোস্ট করা হয়েছিল 'Arnob Bhattacharjee' নামের ব্যক্তিগত আইডি থেকে। দেখুন--


তবে উক্ত খবরের সাথে পোস্ট করা র‍্যাবের এই ছবিটি ঠিক কোন ঘটনার সে সম্পর্কে কিছু জানা যায়নি।

পরবর্তীতে উক্ত পোস্ট থেকে প্রাপ্ত ক্লু ব্যবহার করে এই খবরটি মূলধারার একাধিক গণমাধ্যমে পাওয়া গেছে। ২০২০ সালের মে মাসে যমুনা টিভি অনলাইনে একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম ছিল, 'গাজীপুরে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' ধর্ষণ মামলার আসামি নিহত'। সেই খবরে বলা হয়, গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেল গেইট এলাকার একটি ময়লার স্তূপ থেকে চাঁদনী (৭) নামে প্রথম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করার আসামি মো. নিলয় (১৫) নামের একজনকে গ্রেফতার করেছিল র‌্যাব। নিলয়ের দেয়া তথ্য মতে রাত ১২টার দিকে মধুমিতা রেল লাইন এলাকায় অভিযানের সময় ক্রসফায়ারে নিহত হয় মূল আসামি আবু সুফিয়ান। দেখুন--


পড়ুন এখানে

একই খবর প্রকাশিত হয়েছিল দৈনিক সমকাল অনলাইনেও। সেখানে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। সেই 'বন্দুকযুদ্ধে' দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। দেখুন--


খবরটি দেখুন এখানে

অর্থাৎ ২০২০ সালের টঙ্গীতে এক ধর্ষকের 'বন্দুকযুদ্ধে' নিহত হওয়ার খবর দিন তারিখ উল্লেখ ব্যতিত নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories