HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সুনামগঞ্জে একটি পরিবারের ইসলাম গ্রহণের পুরনো খবর নতুন করে ভাইরাল

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি গতবছরের আগস্ট মাসের; অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা বিভ্রান্তিকর।

By - Md Abdullah Khan | 20 Jun 2021 12:52 PM IST

সম্প্রতি বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, সন্তানের কথায় পরিবারের সবার ইসলাম ধর্ম গ্রহণ করা সংক্রান্ত একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে খবরটি পোস্ট করা হচ্ছে।এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

'Abdulla Al Zobair' নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১৮ জুন একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বলা হয়, "সন্তানের কথায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরিবারের সবাই"। অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটির শিরোনাম এবং ওই ব্যক্তির পোস্টের লেখা হুবহু একই রকম। দেখুন পোস্টটির স্ক্রিনশট--

পোস্টটি দেখুন এখানে

ওই অনলাইন পোর্টালে গত ১৮ জুন প্রকাশিত এ খবরটিতে লেখা হয়েছে,

"সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ইকড়ছই গ্রামের মো. সুলেমান হোসেন সৈকত (সুদীপ কর) ২০১৮ সালে সনাতন ধর্ম ত্যাগ করার ২ বছর পর তার বাবা-মা ও বড়ভাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন।

শনিবার সকালে জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট আলেম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির (ফুলতলি সাহেব) দ্বিতীয় ছেলে সাহেবজাদা মওলানা নজমুদ্দিন চৌধুরীর মাধ্যমে পরিবারের বাকি সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন।"

অর্থাৎ, এখানে খবরটির ডেটলাইনে প্রকাশের তারিখ ১৮ জুন ও বর্ণনায় স্পষ্টভাবে শনিবার সকালে বলে উল্লেখ করা হয়েছে। এতে মনে হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের। স্ক্রিনশট দেখুন--

খবরটির আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি ২০২০ সালের আগস্ট মাসের ঘটনা। গতবছরের ৩১ আগস্ট "সন্তানের কথায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরিবারের সবাই" শিরোনামে অনলাইন গণমাধ্যম Jagonews24.com-এ এই ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বর্তমানে ভাইরাল হওয়া খবরটির সাথে জাগোনিউজের প্রকাশিত খবরটির হুবহু মিল পাওয়া গেছে।

Jagonews24.com-এ প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

সম্প্রতি প্রকাশিত অনলাইন পোর্টালটির খবর ও জাগোনিউজে প্রকাশিত গতবছরের প্রতিবেদনটির স্ক্রিনশট পাশাপাশি দেখুন- 

অনলাইন পোর্টালের ( বামে) এবং Jagonews24.কম-এর প্রতিবেদনের ( ডানে) পাশাপাশি স্ক্রিনশট

অর্থাৎ, ভিন্ন একটি গণমাধ্যমে প্রকাশিত গতবছরের পুরনো একটি খবর হুবহু কপি করে নতুন ডেটলাইনে ওই অনলাইন পোর্টালটিতে প্রকাশ করা হয়েছে। অধিকন্তু এটি যে পুরোনো ঘটনা তারও কোনো উল্লেখ করা হয়নি খবরটিতে।

সুতরাং, পরিবারসহ ইসলাম গ্রহণের পুরনো ঘটনাকে অপ্রাসঙ্গিকভাবে সাম্প্রতিক তারিখে প্রকাশ করা হচ্ছ; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories