সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। কোনো কোনো পোস্টে ওই শিক্ষার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রী সংস্থার রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তাঁর নাম তানিয়া আক্তার মিম বলেও দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ জুলাই 'Shamim Bhuiyan Rinku' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "ঝরে গেল আরেকটি প্রাণ। বঢাবি ছাত্রী সংস্থার সকলের প্রিয় তানিয়া আক্তার মিম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ডিবিসি নিউজের নয় বরং এডিট করে এটি তৈরি করা হয়েছে। ২০২০ সালের একটি ভিন্ন ঘটনার ছবি নিয়ে ডিবিসি নিউজের লোগো যুক্ত করে ফটোকার্ডটি বানানো হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ২০২০ সালের ৬ জানুয়ারি "শাড়ি নিয়ে ঢাবিতে মারামারি, ছাত্রলীগের ৩ নেত্রী আহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই হলের তিন ছাত্রী আহত হন। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটির একটি স্ক্রিনশট (বামে) এবং যুগান্তরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ছবিটির একটি স্ক্রিনশট দেখুন পাশাপাশি--
অর্থাৎ ২০২০ সালের ভিন্ন ঘটনার একটি ছবি নিয়ে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগো যুক্ত করে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রীর মৃত্যুর ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে। তবে আলোচ্য ছবিটির ইনসেটে দেখানো মেয়েটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
সুতরাং চার বছরের পুরোনো একটি সংবাদের ছবিকে এডিটের মাধ্যমে ডিবিসি নিউজের লোগো বসিয়ে ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।