HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইসরায়েলের নয়, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের ভিডিও এটি

একাধিক ফেসবুক পেইজ থেকে আফগানিস্তানের লোগার প্রদেশে মার্কিন অভিযানের ফুটেজকে ইসরায়েল-ফিলিস্তিন এর 'সংঘাত' এর বলে প্রচার করা হচ্ছে।

By - BOOM FACT Check Team | 25 May 2021 1:46 PM IST

একটি সামরিক অভিযানের ভিডিওকে ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সংঘাতের বলে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে৷ ভিডিওটিতে কিছু সামরিক সদস্যকে বাড়ির ভিতরে অভিযানে অংশ নিতে দেখা যায়। দেখুন এমন দুটি লিংক এখানে এবং এখানে। 

JK INDIA News নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি "ইজরায়েল আর ফিলিস্তিনের দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবর্ষ যুদ্ধ কবে থামবে" ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। ভিডিওটি বেশ কিছু সামরিক বাহিনীর সদস্যকে দেখা যায়। দেখুন-


অর্থাৎ দাবি করা হচ্ছে, ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সংঘাতের ভিডিও এটি।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি অসত্য।

প্রকৃতপক্ষে, আফগানিস্তানে তালেবান-বিরোধী সেনা অভিযানের ফুটেজ এটি। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ২০১৮ সাল থেকে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। এদের মধ্যে পাওয়া সবচেয়ে পুরানো ভিডিওটি ২০১৮ সালের ২৬ আগস্ট 'Erik King' নামের একটি ইউটিউব চ্যানেলে "Firefight inside of a Kalat (some dudes house) in Logar, Afghanistan. OEF 13-14 (لوګر ، أفغانستان)" ক্যাপশনে আপলোড করা হয়।

ভিডিওটি দেখুন এই লিংকে

ভিডিওটির ডেসক্রিপশন(বর্ণনা) অংশে বলা হয়, এটি আফগানিস্তানের লোগার প্রদেশের একটি বাড়ির মধ্যে পরিচালনাকৃত সৈন্যদের তালেবান বিরোধী অভিযানের ভিডিও । উল্লেখ্য, ক্বালা বা ক্বালাত হলো আফগানিস্তানের এক ধরনের ঐতিহ্যবাহী বাড়ি।

এছাড়া ভিডিওটিতে কয়েকজন সেনাসদস্যের ইউনিফর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও দেখতে পাওয়া যায়। সুতরাং এটি মূলত আফগানিস্তানে মার্কিন অভিযানের একটি ভিডিও। দেখুন ভিডিওটির একটি স্ক্রিনশট-


এছাড়া একই চ্যানেল থেকে এই ঘটনাটির আরেকটি ফুটেজ ২০১৮ সালের ১ সেপ্টেম্বর "Medic Cam - Firefight inside of a Kalat in Logar, Afghanistan | OEF 13-14" শিরোনামে আপলোড করা হয়। যেটির বর্ণনায় দাবি করা হয়, ভিডিওটি আপলোডকারীর ব্যক্তিগত মোবাইল থেকে ধারন করা। দেখুন সেই ভিডিওটি এখানে

Tags:

Related Stories