ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি রাজশাহী জেলা ছাত্র শিবির এবং ছাত্রীসংস্থার এক নারীকর্মীর নাচের ভিডিও। এমন পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ৩ মে 'রাজনীতি' নামের পেইজ থেকে একটি নাচের ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশনে দাবি করা হয়, রাজশাহী জেলা ছাত্রশিবির এর সাংগঠনিক সম্পাদক ও ছাত্রী সংস্থার কর্মী সেখানে নাচছেন। ভিডিওটির একপাশে দিগন্ত টিভির লোগোও দেখা যায়। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি ক্যাপশনে করা দাবিটি বিভ্রান্তিকর।
ইউটিউবে সার্চ করে ভিডিওটি ২০১৩ সালে 'israr ali Haider' নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে। ২০১৩ সালের ২৩ জানুয়ারি আপলোড হওয়া সেই ভিডিওটির ডেসক্রিপশনে বলা হয়, এটি মূলত পাকিস্তানের পেশোয়ারের একটি অনুষ্ঠানের ভিডিও। দেখুন--
এছাড়া ২০১৩ সালের ভিডিওটিতে দিগন্ত টিভির লোগো ছিল না। অর্থাৎ, ভিডিওটি এডিট করে তাতে দিগন্ত টিভির লোগো বসানো হয়েছে।