সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি সিলেটের একজন আলেমের কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। দেখুন এমন দুটি খবরের লিংক এখানে এবং এখানে।
গত ১১ ফেব্রুয়ারি 'আমাদের বাংলাদেশ' নামের ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয়েছে যার শিরোনাম, 'কবর থেকে বের হচ্ছে সুগন্ধি, ভিড় জমাচ্ছেন মানুষ!' গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে স্থানীয়দের বরাতে বলা হয়, সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার আলেম ও রাজনীতিবিদ মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, স্থানীয়দের বরাতে সিলেটের এক আলেমের কবর থেকে সুগন্ধি আসার দাবিটি পুরোনো। ২০২০ সালে একই খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময় অনলাইনে একটি খবর প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল, কবর থেকে বের হচ্ছে সুগন্ধি, মানুষের ভিড়! খবরটিতে বলা হয়, সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার আলেম ও রাজনীতিবিদ মাওলানা মুশাহিদ বায়মপুরীর কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে বলে দাবি করছেন তার অনুসারীরা। গত বুধবার রাত ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গনে ভিড় করতে শুরু করে মানুষ। দূর-দুরান্ত থেকে আসা অনেকে জানিয়েছেন, কবর থেকে সুগন্ধি আসছে। দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
এছাড়া একই সময়ে সিলেটের একটি স্থানীয় দৈনিক 'আজকের সিলেট' এও একই খবর প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনে সেই মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশীদ চতুলীর বরাতে বলা হয়, 'মাগরিবের নামাজের পর ছাত্ররা কবর জিয়ারতে গেলে সুগন্ধ অনুভব করেন। পরে তারা আমাদের খবর দিলে আমরাও তার বাস্তব প্রমাণ পাই।' দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
সুতরাং সিলেটের সেই কবর থেকে সুগন্ধি আসার খবরটি পুরোনো। তবে ঘটনাটি দুই বছর পুরোনো হওয়ায় কবর থেকে সুগন্ধি আসার খবরটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অর্থাৎ ২০২০ সালের সিলেটের একটি কবর থেকে সুগন্ধি বের হওয়ার পুরোনো দাবি নতুন দিন-তারিখ দিয়ে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।