সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে ক্ষমতা মানে মানুষের উন্নয়ন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৭ মে 'Md Shakil Rana' নামে একটি আইডি থেকে একটি রিলস ভিডিও পোস্ট করা হয়। ওই রিলস ভিডিওতে লেখা থাকতে দেখা যায়, "বিএনপির কাছে ক্ষমতা মানে মানুষের উন্নয়নঃ ওবায়দুল কাদের"। ভিডিওটিকে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, "খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য, বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্য উন্নয়ন, মানুষকে ভালবাসা, মানুষের পাশে থাকা, বিপদে আপদে, দুখে দারিদ্রে, অসহায় মানুষের পাশে থাকা। আর আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি ভোট চুরি......."। অর্থাৎ ওবায়দুল কাদেরকে স্ববিরোধী কথা বলতে দেখা যায় ভিডিওতে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের ক্লিপকে এডিটের মাধ্যমে বিকৃত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি এডিট করে আওয়ামী লীগের স্থলে বিএনপি ও বিএনপির স্থলে আওয়ামী লীগ বসিয়ে বিভিন্নভাবে বিকৃত করে বক্তব্যের অর্থ পরিবর্তন করে দেয়া হয়েছে। অর্থাৎ ওবায়দুল কাদের ওই অনুষ্ঠানে স্ববিরোধী বক্তব্য দেননি।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারী টিভি চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে 'বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন: কাদের | Obaidul Quader | Awami League | Somoy TV' শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ৫ সেকেন্ডে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, "লজ্জাশরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাতো না। আওয়ামী লীগের ঘাড়ে চাপাতো না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস মির্জা ফখরুলকে জানতে বলি।" পরবর্তীতে ৪৫ সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, "আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্য উন্নয়ন করি। আর, তোমরা করো পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছের পকেটের উন্নয়ন, অর্থপাচার দূর্নীতি, ভোট চুরি। আর, আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালবাসা, মানুষের পাশে থাকা, বিপদে আপদে, দুখে দারিদ্রে, অসহায় মানুষের পাশে থাকা.....। এটাই হলো বিএনপির সাথে আমাদের পার্থক্য। এটাই হচ্ছে বেগম জিয়া, খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য।...." ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, বেসরকারি চ্যানেল আরটিভির ফেসবুক পেজেও একই ভিডিও প্রচারিত হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
এদিকে, দৈনিক পত্রিকা ইত্তেফাকের ওয়েবসাইটে 'বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি করা: ওবায়দুল কাদের' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'আওয়ামী লীগের কাছে ক্ষমতা হলো বিপদে মানুষের পাশে থাকা। বিএনপি ক্ষমতা ও পকেটের রাজনীতি করে। বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি করা। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়েছে বারবার। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে পকেটের উন্নয়ন।’" স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে যা বলেছেন এবং বিএনপি ও বেগম খালেদা জিয়া সম্পর্কে যা বলেছেন, তা এডিট করে তার বক্তব্য পুরো পাল্টে দেয়া হয়েছে আলোচ্য ভিডিওটিতে।
সুতরাং, ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের ভিডিওকে এডিটের মাধ্যমে বিকৃত করে এর অর্থ পাল্টে দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।