সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দুই নারীর কাঁধে ভর করে চলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ আগস্ট 'Md Sojib' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "বাংলার গরিবের গান্ধী কাদেন্দ্য দাদা"। পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক ছবিকে এডিট করে ওবায়দুল কাদেরের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Mahatma Gandhi's Rare Pics" শিরোনামে Indiatimes এ একটি প্রতিবেদনে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ফটোস্টকার ওয়েবসাইট গেটি ইমেজেসের বরাতে ছবিটির ক্যাপশনে লেখা হয়, "Mahatma Gandhi with granddaughter Sita (left) and daughter-in-law Abha (right) (photo: getty images)" অর্থাৎ মহাত্মা গান্ধী তার নাতনী সীতা (বামে) এবং পুত্রবধূ আভার সাথে (ডানে)। নিচে স্ক্রিনশট দেখুন--
পর্যবেক্ষণ করে দেখা গেছে, উক্ত ছবিটির খণ্ডাংশ হলো আলোচ্য ফেসবুক পোস্টের ছবিটির অরিজিনাল ভার্সন। রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম dailymail এ প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে ছবিটি খুঁজে পাওয়া যায়। নিচে স্ক্রিনশর্ট দেখুন--
আলোচ্য ফেসবুক পোস্টের এডিটেড ছবি (বামে) ও ডেইলি মেইল এর ওয়েবসাইটে পাওয়া অরিজিনাল ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ মহাত্মা গান্ধীর চেহারার স্থলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং মহাত্মা গান্ধীর একটি ছবিকে এডিট করে ওবায়দুল কাদেরের ছবি বসিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।