সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, হলিউড অভিনেতা টম ক্রুজ তার বডি ডাবল ও স্ট্যান্ট ম্যানদের সাথে পোজ দিচ্ছেন। ছবিতে টম ক্রুজের হুবহু চেহারার আরও দুই ব্যক্তিকে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৮ জুন 'সিনেম্যাটিক ইউনিভার্স - Cinematic Universe' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "টম ক্রুজ তার বডি ডাবল ও স্ট্যান্ট ম্যানদের সাথে 🔥 এদেরকে সিঙ্গেল কোনো ছবিতে দেখলে বুঝা মুশকিল হয়ে যাবে যে এরা বডি ডাবল।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়।
ছবিটি রিভার্স সার্চ করলে, 'Midjourney Official' নামের একটি ফেসবুক গ্রুপে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে আরও বেশ কয়েকটি ভঙ্গির ছবি রয়েছে। সবগুলো ছবিই Ong Hui Woo নামের একটি আইডি থেকে পোস্ট করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, 'মিশন ইমপসিবেল সেভেন' সিনেমার প্রিমিয়ার পার্টিতে নিজের বডি ডাবলসদের সঙ্গে পোজ দেয়ার এই কল্পিত ছবিগুলো Midjourney নামের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলের সাহায্যে তৈরি করা হয়েছে। দেখুন--
পরে, ছবিগুলো সত্যিকার ভেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে বুম লাইভ সহ অনেক তথ্য যাচাইকারী সংস্থা তা যাচাই করে। ৯ জুন Ong Hui Woo ছবিগুলো এত জনপ্রিয়তা পাওয়া নিয়ে একটি পোস্ট করেন। এখানেও তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি পুনরায় উল্লেখ করেছেন।
বুম বাংলাদেশের পক্ষ থেকে Ong Hui Woo-এর সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
তবে নিশ্চিতভাবেই ছবিগুলো সত্যিকারের বডি ডাবলদের সাথে অভিনেতা টমের পোজ দেয়ার সময় ধারণ করা হয়নি।
সুতরাং কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই টুলের দ্বারা তৈরি হলিউড অভিনেতা টম ক্রুজের ছবিকে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।