"তামিল নায়ক রাম চরণ ইসলাম গ্রহণ করেছেন" শিরোনাম একটি খবর বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশ করা হচ্ছে। দেখুন এখানে ও এখানে।
অনলাইন পোর্টালগুলোর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও একই রকম পোস্ট দিয়ে ছড়ানো হচ্ছে। পোস্টগুলোর সাথে টুপি পরিহিত অবস্থায় হাত তুলে দোয়া করার মতো অবস্থায় রাম চরনের ছবি দেখা যাচ্ছে।
যদিও পোর্টালগুলোর শিরোনামে রাম চরনের ইসলাম গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মূল খবরে ২০১৯ সালে সামাজিক মাধ্যমে তার ইসলাম গ্রহণের কথা ছড়ানো হয়েছিল সে ব্যাপারে লেখা রয়েছে।
আরেকটি পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে রাম চরনের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি ভুয়া।
প্রথমত: রাম চরন তামিল নন, বরং তেলেগু সিনেমার তথা টলিউডের অভিনেতা।
দ্বিতীয়ত: ফেসবুক পোস্ট ও অনলাইন পোর্টালের খবরে টুপি পরা অবস্থায় রাম চরণের দোয়া করার যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে তা ২০০৯ সালের। গুগল রিভার্স ইমেজ সার্চে পাওয়া ফলাফলে দেখা যায় সেসময় রাম চরন তার অভিনীত চলচ্চিত্র 'Magadheera' এর মুক্তির আগে অন্ধ্র প্রদেশের আমীন পীর দরগা পরিদর্শনে যান। ভারতে কোন চলচ্চিত্র মুক্তি পাওয়ার সময় প্রচারণামূলক কাজের অংশ হিসেবে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এভাবে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের রেওয়াজ রয়েছে।
ভারতের চলচ্চিত্র অঙ্গনের খবরাখবর নিয়ে প্রতিবদন করে এমন একটি পোর্টালের এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে।
তাছাড়া বাংলাদেশ কিংবা ভারত কোন দেশের মূলধারার কোন সংবাদমাধ্যমেই রাম চরনের ইসলাম গ্রহণ সংক্রান্ত খবর পাওয়া যায়নি।
তবে ২০১৯ সালেও একইভাবে রাম চরনের ইসলাম গ্রহণের খবরটি ভাইরাল হয়েছিল। সেসময় ভারতের বুম লাইভ এ ব্যাপারে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন করে। দেখুন এখানে।
বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট চেকিং সংস্থা বিডি ফ্যাক্টচেকও তখন একই ভুয়া তথ্য খন্ডন করে ফেসবুকে পোস্ট দেয়। দেখুন এখানে।