'ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মুসলমান তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দিল আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস' এরকম একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে, এখানে ও এখানে।
সামাজিক মাধ্যম ফেসবুকেও তথ্যটি ছড়িয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর দল চেন্নাই সুপার কিংস তাদের জার্সি তে চেন্নাই ভিত্তিক এসএনজে ডিসটিলারিজ এর বিয়ার পণ্য এসএনজে ১০০০০ এর বিজ্ঞাপন ব্যবহার করে। তবে এবারের আইপিএলে ৭ কোটি রুপিতে দলে ভেড়ানো ইংলিশ তারকা ক্রিকেটার মইন আলী তার জার্সি থেকে পণ্যটির বিজ্ঞাপন সরানোর জন্য কোন অনুরোধ করেন নি বলে দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানিয়েছেন।
সুতরাং জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর জন্য ক্রিকেটার মইন আলীর অনুরোধ করার খবরটি ভুয়া।