HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কবরটি হযরত উসমান (রা.) এর, হযরত ফাতেমা (রা.) এর নয়

বুম বাংলাদেশ দেখেছে, 'মা ফাতিমা'র কবর দাবিতে প্রচারিত ছবিটি মূলত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর কবরের।

By - Ummay Ammara Eva | 26 April 2022 2:49 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে একটি কবরের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে এটি মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত নারী হযরত ফাতিমা (রা.) এর কবর। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৫শে মার্চ 'somoy tv - সময় টিভি' নামের একটি পাবলিক গ্রুপে 'Rahul Kumar' নামের একটি আইডি থেকে একটি কবরের ছবি পোস্ট করে লেখা হয়, 'Today's the best Photo--- beautiful' এবং ছবিটির উপরে লেখা রয়েছে 'মা ফাতিমার কবর'। পোস্টটির স্ক্রিনশট দেখুন এখানে--




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, 'মা ফাতিমার কবর' হিসেবে প্রচারিত ছবিটি আসলে হযরত ফাতিমা (রা.)-এর নয় বরং এটি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) এর সমাধির।

ছবিটিকে নিয়ে একাধিকবার বিভিন্ন কী ওয়ার্ড সার্চ করে এবং রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আলোচ্য কবরের ছবিটির সাথে হযরত উসমান (রা.)-র হুবহু মিল রয়েছে।

কী ওয়ার্ড সার্চ করে ইউটিউবের 'Voice of Bangla' নামের একটি ভেরিফায়েড চ্যানেলে, 'হযরত উসমান (রাঃ)-এর পূর্ণাঙ্গ জীবনী! (মেগা পর্ব-১)।' শিরোনামের একটি ভিডিওর থাম্বনিলে আলোচ্য ছবিটির মতো একটি করবের ছবি দেখা গেছে। দেখুন--

Full View

আরো সার্চ করে 'HiddenFolksWorld' নামের আরেকটি ইউটিউব চ্যানেলে 'ইসলামের ৪ জন খলিফার কবর বা সমাধি**The grave of 4 caliphs**' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যেখানে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) এর করবের দৃশ্য দেখানো হয়। ভিডিওটির ৫৭ সেকেন্ড থেকে এক মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত হযরত উসমান (রা.) এর সমাধির দৃশ্য দেখানো হয়, আলোচ্য করবের ছবির সাথে ভিডিওতে দেখতে পাওয়া কবরটির কাঠামোগত মিল দেখা যায়। ভিডিওটি দেখুন--

Full View

গুগল সার্চ করে ধর্ম ভিত্তিক গবেষণাধর্মী ওয়েবসাইট 'Madain Project' -এ "Tomb of Uthman ibn Affan" শিরোনামে একটি নিবন্ধে হযরত উসমান (রা.) এর করবের ছবি দেখা যায়, যা বিপরীত এঙ্গেল থেকে নেয়া হয়েছে।। সেখানে বলা হয় মদিনার জান্নাতুল বাকীতে অবস্থিত তাঁর কবর। ওই নিবন্ধে যুক্ত করা কবরের ছবিটি দেখুন--

নিবন্ধটি পড়ুন এখানে

ছবি দুটির পাশাপাশি তুলনা দেখুন--

 'Madain Project'-এর ছবিটি (বামে), ফেসবুকের আলোচ্য ছবিটি (ডানে)

এছাড়াও, 'World History Encyclopedia' তাদের 'Uthman's Tomb' শিরোনামের একটি লেখায় হযরত উসমান (রা.)-এর কবরের ছবি সংযুক্ত করেছে যা আলোচ্য ছবিটির সাথে মিল রয়েছে।

অর্থাৎ দেখা যাচ্ছে, 'মা ফাতিমার' কবরের ছবি হিসেবে ভাইরাল ছবিটি আসলে হযরত ফাতিমা (রা.)-এর নয় বরং ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.) এর।

সুতরাং হযরত উসমান (রা.) এর কবরের ছবিকে হযরত ফাতিমা (রা.) এর বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories