সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত মারা গেছেন মর্মে একটি সংবাদ ভাইরাল হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ২৪ মে 'এস এম আলী ইদ্রিস' নামের একটি আইডি থেকে একটি পোস্ট করে লেখা হয়, 'গভীরভাবে শোকাহত বিনোদন জগতের কিংবদন্তি হানিফ সংকেত আর আমাদের মাঝে নেই। আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের মৃত্যুর খবরটি গুজব ও বানোয়াট। তিনি সুস্থ আছেন, তিনি নিজেই সেটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন এবং গণমাধ্যমের সাথেও কথা বলেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'-র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তাঁর ফেসবুক পেজে ঘন্টা খানেক আগে একটি পোস্টে লিখেছেন, 'আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরণের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি......'। তাঁর সম্পূর্ণ পোস্টটি দেখুন--
এর আগে গতকাল রাত থেকে ফেসবুকে ভাইরাল হয় যে হানিফ সংকেত আর নেই। এর পরিপ্রেক্ষিতে দেশের মূলধারার পত্রিকাগুলো হানিফ সংকেতের মৃত্যুর খবরটি গুজব হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করে। তন্মধ্যে দৈনিক প্রথম আলো 'মৃত্যুর গুজব: হানিফ সংকেত বললেন, আমি অত্যন্ত ব্যথিত' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। স্ক্রিনশট দেখুন--
এদিকে, ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার তাদের বাংলা সংস্করণে 'ভালো আছি সুস্থ আছি, বাসা থেকে অফিসে যাচ্ছি: হানিফ সংকেত' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে হানিফ সংকেতের বরাত দিয়ে বলা হয়, সম্ভবত একটি টিকটক ভিডিও থেকেই খবরটি ছড়ায়। এটা নিছকই একটা গুজব। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, মূলধারার অন্যান্য সংবাদমাধ্যমও এই খবরটিকে ভিত্তিহীন বলে প্রতিবেদন প্রকাশ করে।
সুতরাং জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত মারা গেছেন মর্মে যে খবর ফেসবুকে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও গুজব।