HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানগামী জাহাজে হামলার খবরের সাথে পুরোনো ঘটনার ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য হামলার খবরে প্রচারিত ছবি বা ভিডিওটি উক্ত ঘটনার নয় বরং পুরোনো একটি ঘটনার।

By - Tausif Akbar | 5 Jan 2024 8:08 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে একটি ভিডিও এবং বিভিন্ন জায়গায় ভিডিওটির স্থিরচিত্র পোস্ট করে বলা হচ্ছে, লোহিত সাগরে পাকিস্তানগামী জাহাজে হামলা করেছে হুথি বিদ্রোহীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৯ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ এর 'ATN News Digital' নামের ফেসবুক পেজ থেকে "এবার লোহিত সাগরে পাকিস্তানগামী জাহাজে হামলা" ক্যাপশনে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



আলোচ্য ছবি ব্যবহার করে উক্ত সংবাদ প্রকাশ করেছে আলোকিত বাংলাদেশ, খবরের কাগজ সহ আরো কয়েকটি গণমাধ্যম।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য সংবাদের সাথে যুক্ত ছবি বা ভিডিওটি বিভ্রান্তিকর। আলোচ্য হামলার খবরের সাথে প্রকাশিত ছবি ও ভিডিওটি উক্ত ঘটনার নয় বরং এটি ২০২৩ এর নভেম্বর মাসে হুথি বিদ্রোহীদের একটি হামলার ঘটনার।

শুরুতেই এ সংক্রান্ত 'খবরের কাগজের' একটি সংবাদের বিস্তারিত অংশ পাঠ করে জানা যায় যে, "মেডিটেরিয়ান শিপিং কম্পানি (প্রতিষ্ঠান) এর এমএসসি ইউনাইটেড নামক জাহাজে হামলা করা হয়েছে এবং জাহাজটি সৌদি আরবের কিং আব্দুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচির দিকে যাচ্ছিল।" এছাড়াও খবরটির সূত্র হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিজার নাম উল্লেখ করা হয়। তবে সার্চ করে দেখা যায় যে, আল-জাজিজার এ সংক্রান্ত সংবাদে ভিন্ন একটি ছবি ফাইল ছবি হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। খবরের কাগজের সংবাদের স্ক্রিনশট (বামে) ও আল জাজিরার সংবাদের স্ক্রিনশট (ডানে) পাশাপাশি দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে জাহাজটির মালিক প্রতিষ্ঠান 'মেডিটেরিয়ান শিপিং কম্পানি- এমএসসি' এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "MSC নিশ্চিত করছে যে ২৬ ডিসেম্বর ২০২৩-এ লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় কন্টেইনার জাহাজ MSC UNITED VIII (৮) আক্রমণ করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ২৬ ডিসেম্বর ২০২৩ আনুমানিক ১২:২৫ UTC এ যখন MSC জাহাজটি সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচির দিকে যাচ্ছিল (অনূদিত)"। বিজ্ঞপ্তিটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ঘটনাটি ঘটেছে ২৬ ডিসেম্বর আনুমানিক ১২:২৫ UTC সময়ে।


আলোচ্য দৃশ্যটি তাহলে কোন ঘটনার?

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'রয়টার্স' এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২১ নভেম্বর 'Houthis release video showing Red Sea ship hijacking' শিরোনামে আলোচ্য দৃশ্য সম্বলিত ভিডিও সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ভিডিওতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নিতে দেখা গেছে। হুথিরা দাবি করেছে, জাহাজটির সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করে এবং জব্দ করা জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন যা জাপানিদের দ্বারা পরিচালিত" (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ ২০২৩ সালের ২০ নভেম্বর "Yemen's Houthis release video of hijacked cargo ship – video" শিরোনামে প্রকাশিত আলোচ্য দৃশ্য (ভিডিও) সহ একটি প্রতিবেদন পাওয়া যায়।

অর্থাৎ পাকিস্তানগামী জাহাজে হামলার ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর এবং এর সাথে প্রচারিত দৃশ্যটি তারও একমাস পূর্বের ভিন্ন একটি জাহাজে হামলার অথবা নিয়ন্ত্রণে নেওয়ার ভিডিও।

উল্লেখ্য, দৈনিক কালবেলা তাদের অনলাইন সংস্করণের প্রতিবেদনে ছবিটিকে পুরোনো ছবি হিসেবে উল্লেখ করলেও সামাজিক মাধ্যমে প্রকাশিত তাদের নিউজ ফটোকার্ডে ছবিটি কোনো প্রকার ডিসক্লেইমার ব্যতীতই ব্যবহার করেছে। 

সুতরাং গণমাধ্যমসহ ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে পুরোনো ভিন্ন এক ঘটনার ছবি-ভিডিও সাম্প্রতিক ঘটনার খবরের সাথে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories