HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নেপালের ভূমিকম্পের পুরোনো ভিডিওকে তুরস্কের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ফেসবুক পোস্টের ভিডিওটি ২০১৫ সালে নেপালে ঘটা ভূমিকম্পের একাধিক ভিডিও জুড়ে তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 14 Feb 2023 3:29 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপ থেকে একাধিক ক্লিপের সমন্বয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওগুলো সম্প্রতি তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভুমিকম্পের সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৮ ফেব্রুয়ারি 'Omor on fire' নামে একটি ফেসবুক গ্রুপে 'DP TA Y UB' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "তুরস্কের ভুমিকম্প হে আল্লাহ সবাই কে হেফাজতে রাকো..............................আমিন.............."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে যুক্ত করা ফুটেজগুলো গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ভূমিকম্পের সময়ে ধারণ করা হয়নি। বরং ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ঘটা ভূমিকম্পের সময়ে ফুটেজগুলো ধারণ করা।

পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একাধিক ক্লিপ যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির ৫ সেকেন্ড থেকে ২৫ সেকেন্ডের মধ্যে একটি ক্লিপ যুক্ত করা হয়। ওই ক্লিপে দেখা যায়, জনাকীর্ণ বাজারের মধ্যে হঠাৎ ভূমিকম্প শুরু হলে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। ভিডিওটি দেখে বোঝা যায়, সেটি একটি সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ভিডিও। ভিডিওটির কোণে দৃশ্যমান তথ্যানুযায়ী শনিবার সকাল ১১ টা বেজে ৫৬ মিনিটে ভিডিওটি সিসিটিভিতে ধারণ হচ্ছিল। ভিডিওটির উৎস উদ্ধারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশকসহ একটি স্ক্রিনশট দেখুন--


ক্লিপটির এই কি-ফ্রেমটি নিয়ে কি-ওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে ২০১৫ সালের ২৫ মে 'DebeshUtube' নামে একটি ইউটিউব চ্যানেলে 'The Biggest Shake ever Nepal Earthquake 2015 at Assan' শিরোনামে আলোচ্য ভিডিওটির মত হুবহু ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির উপরের দিকে বামপাশে তারিখ ও সময় লেখা থাকতে দেখা যায়, ২০১৫ সালের ২৫ এপ্রিল, শনিবার, ১১:৫৬ মিনিট। ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর অন্যতম ব্যস্ত রাস্তা আসান ডাবালি মোড় থেকে। ভিডিওটি দেখুন--

Full View

আবার, আলোচ্য ভিডিওটির ৪১ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত আরেকটি সিসিটিভি ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে যেখানে দেখা যায়, হঠাৎ ভূমিকম্প শুরু হলে রাস্তায় থাকা মানুষজন বিভিন্নভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন এবং আতঙ্কে কেউ কেউ ছোটাছুটি করছেন, কেউ বা হামাগুড়ি দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। স্ক্রিনশট দেখুন--


ভিডিওটির এই ক্লিপটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ এবং কি-ওয়ার্ড সার্চ করে ২০১৫ সালের ১ জুন 'TheEventRecorder' নামের একটি ইউটিউব চ্যানেলে 'Nepal Earthquake - Visible Lateral Ground Movement' শিরোনামে উক্ত ভিডিওটির মত হুবহু ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির উপরের দিকে ডানপাশে তারিখ ও সময় লেখা থাকতে দেখা যায়, ২০১৫ সালের ২৫ এপ্রিল, শনিবার (অনূদিত), ১১:৫১ মিনিট। ভিডিওটি দেখুন--

 Full View

আবার, আলোচ্য পোস্টের ১ মিনিট ১৯ সেকেন্ড থেকে ১ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত দেখানো আরো একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ব্যস্ত রাস্তার মোড়ে ভূমিকম্প শুরুর পরের দৃশ্য ধারণ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একটি ব্যস্ত রাস্তার মোড়ে ভূমিকম্প শুরু হয় এবং রাস্তার মাঝখানে থাকা একটি ভাস্কর্যের একাংশ ভেঙ্গে পড়ে। ওই ভিডিওটির সাথে ভিডিওর নিচে একটি স্ক্রলে লেখা থাকতে দেখা যায়, এপ্রিল ২৫, ২০১৫, সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত। স্ক্রিনশট দেখুন--


এই ভিডিওটি থেকেও কী-ফ্রেম নিয়ে সার্চ করে ২০১৫ সালের ৩০ এপ্রিল 'Setopati' নামে একটি ইউটিউব চ্যানেলে "Earthquake in Nepal 2015, CCTV footage" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, আলোচ্য ক্লিপটির সাথে এই ইউটিউব ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিপুরেশ্বর নামের একটি স্থানে ওই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটি দেখুন--

Full View

আরও সার্চ করে উক্ত ভিডিওটি দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে  'Nepal earthquake causes structure to collapse onto busy roundabout – video' শিরোনামেও একই বর্ণনাসহ খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় যাতে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভুমিকম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশ দুটিতে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে

সুতরাং ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের ঘটনার সিসিটিভি ফুটেজকে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories