সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে ছবিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিকেটার তামিম ইকবাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আছেন বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ জুলাই "Shaun Ahamed Shamim" নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "তামিম কে ক্রিকেট মাঠে ফিরিয়ে আনার জন্য সকল কৃতিত্ব আমার! আমি চেয়েছি বলে আপা অনুরোধ করেছে-- পাপুন্দা"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং ছবিটি এডিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সস্ত্রীক ক্রিকেটার তামিম ইকবালের সাথে সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার তোলা একটি সেলফিতে মাশরাফির মুখের স্থানে এডিট করে নাজমুল হাসান পাপনের মুখ বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে মাশরাফি বিন মর্তুজার ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে তিনটি ছবিসহ করা একটি পোস্টে আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য পোস্টের ছবিটি (বামে) এবং মাশরাফির ফেসবুক পোস্টের দ্বিতীয় ছবিটি দেখুন পাশাপাশি--
অর্থ্যাৎ মাশরাফি বিন মর্তুজার ফেসবুক পোস্টের একটি ছবিকে এডিটের মাধ্যমে মাশরাফির মুখের স্থানে নাজমুল হাসান পাপনের মুখ বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং মাশরাফির ছবিকে এডিটের মাধ্যমে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মুখ বসিয়ে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।