HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মহরমের মিছিলের ভিডিওতে আওয়ামী লীগের স্লোগান যুক্ত করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ইরাকে অনুষ্ঠিত মহরমে শোক মিছিলের ভিডিওতে আওয়ামী লীগের স্লোগানের অডিও যুক্ত করা হয়েছে।

By - Mamun Abdullah | 30 Aug 2023 6:58 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে একটি মিছিলের ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান দিচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

গত ১৪ আগস্ট 'IH Imran' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি রিল ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, “#মুজিব_আমার_চেতনা #মুজিব আমার বিশ্বাস #reels#OnceAgainSheikh Hasina“। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ, যেখানে সবাই "মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস" শীর্ষক স্লোগান দিচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওর স্লোগানটি এডিট করে যুক্ত করা হয়েছে। ইরাকের সামাওয়া শহরে মহরমের একটি শোক মিছিলের ভিডিওতে স্লোগান পরিবর্তন করে "মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস" স্লোগানের অডিও বসিয়ে প্রচার করা হচ্ছে।

ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "#shirts دون حقوق شاشة سوداءرفعت راس اهل السماوة🔥❤️، موكب الاحزان، ستوريات حسينيه محرم ستوريات انستا" অর্থাৎ "সমবেত হয়েছে সামওয়ার মানুষ, দুঃখের মিছিল, হুসাইনিয়া মহরমের গল্প" শিরোনামে ইউটিউবে 23 ستوريات بنو নামক একটি আইডি থেকে অরিজিনাল শর্ট ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেটি গত ২০২৩ সালের ৩০ জুলাইতে প্রকাশ করা হয়। স্ক্রিনশট দেখুন--


পাশাপাশি,, “رفعت راس اهل السماوه موكب الاحزان” শিরোনামে ইউটিউবে ازهر  নামক আইডি থেকে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। অরিজিনাল ভিডিওতে মহরম উপলক্ষে মিছিলে ঐতিহাসিক শোক স্লোগান দিতে দেখা যায়। নিচে ইউটিউবের ভিডিওটি দেখুন--

Full View

অর্থ্যাৎ ইরাকের সামওয়া শহরে মহরমের একটি মিছিলের ভিডিওতে আওয়ামী লীগের দলীয় স্লোগানের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং ইরাকের মহরমের মিছিলের ভিডিওতে আওয়ামী লীগের দলীয় স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Fake

Related Stories